#কলকাতা: এনআরসি ইস্যুতে উপনির্বাচনে পদ্মশিবিরকে পাঁকে ফেলেছে তৃণমূল। রাজ্যের পুরভোটগুলিতেও এবার তাই CAA-NRC-কেই অস্ত্র করতে চাইছে রাজ্যের শাসক দল। পাল্টা পদ্ম শিবিরেরও অস্ত্র সেই CAA-ই। তৃণমূল বিপক্ষে, আর বিজেপি CAA-র পক্ষে।তৃণমূল বনাম বিজেপি। দুই দলেরই অস্ত্র সিএএ। এ বছরই, কলকাতা সহ রাজ্যের শতাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। এই ভোটেও দুই দল সিএএকেই হাতিয়ার করতে চাইছে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে লাগাতার পথে নেমে প্রতিবাদ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিয়েছেন প্রচারের সুর। সেই সুরই পুরভোটের আগে সপ্তমে নিয়ে যেতে চায় তৃণমূল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, CAA, Citizenship Amendment Act, Citizenship Amendment Act protest, CM Mamata Banerjee, Dilip Ghosh, Governor Jagdeep Dhankhar, TMC