Kolkata Airport Bomb hoax: কলকাতা বিমানবন্দরে এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক, তল্লাশি শুরু নিরাপত্তারক্ষীদের

Last Updated:

Kolkata Airport Bomb hoax: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। কলকাতা থেকে পুনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার এশিয়ার বিমানটির। বিমানটিতে ১০০ জন যাত্রী ছিলেন।

এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক।
এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক।
কলকাতা: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। কলকাতা থেকে পুনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার এশিয়ার বিমানটির। বিমানটিতে ১০০ জন যাত্রী ছিলেন।
বিমানটি যখন ওড়ার জন্য রানওয়েতে যাবে ঠিক সেই সময় একটি খবর আসে তার পরেই বোমাতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে বিমানটি বেশ কিছু ক্ষণ রানওয়েতে দাঁড়িয়ে থাকে। বিমানের ভিতরে থাকা যাত্রীদেরকে নামানো হয় বিমান থেকে। বিমানবন্দরের ভিতরে থাকা সিআইএসএফ আধিকারিকরা তল্লাশি করা শুরু করেন বিমানটিতে।
আরও পড়ুন: দুই বিধায়কের শপথ নিয়ে কী করণীয়? বোসের উপর চাপ বাড়িয়ে ধনখড়কে ফোন বিমানের
এই বিমানটি বাগডোগরা থেকে প্রথমে কলকাতায় আসে, পরে কলকাতা থেকে ভুবনেশ্বর এবং ভুবেনশ্বর থেকে পুনে যাওয়ার ছিল। কলকাতায় যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে লাগেজ ব্যাগ তল্লাশি করা হয়। সেই সময় যোগেশ ভোসলে নামের এক ব্যক্তি বিরক্ত প্রকাশ করেন, কেন ব্যাগপত্র এত চেক করা হচ্ছে জিজ্ঞেস করেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, ব্যাগে কী আছে জিজ্ঞেস করার উত্তরে যোগেশ জানান ব্যাগে বোমা আছে। সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সিআইএসএফের পক্ষ থেকে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই সঙ্গে বিমানের মধ্যে বোম স্কোয়াড এবং সিআইএসএফের আধিকারিকরা গিয়ে তল্লাশি শুরু করেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport Bomb hoax: কলকাতা বিমানবন্দরে এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক, তল্লাশি শুরু নিরাপত্তারক্ষীদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement