CISF at RG Kar: আরজি করে সিআইএসএফ-এর ডিজি! নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা?

Last Updated:

এ দিন সকাল ৯টা নাগাদই আরজি কর হাসপাতাল চত্বরে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান সিআইএসএফ-এর ডিজি প্রতাপ সিং৷

পুলিশের সঙ্গে আলোচনায় সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷
পুলিশের সঙ্গে আলোচনায় সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বুধবার সকালেই আরজি কর হাসপাতালে পৌঁছল সিআইএসএফ৷ গতকালই সুপ্রিম কোর্ট আরজি করের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফকে মোতায়েন করার নির্দেশ দিয়েছিল৷
এ দিন সকাল ৯টা নাগাদই আরজি কর হাসপাতাল চত্বরে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷ হাসপাতালে পৌঁছেই কলকাতা পুলিশের কমব্যাট ফোপ্সের ডিসি কানোয়ার ভূষণের সঙ্গে কথা বলেন তিনি৷ এর পর স্বাস্থ্য দফতরের আধিকারিক দ্বৈপায়ন ঘোষের সঙ্গেও আলোচনা করেন সিআইএসএফ কর্তা৷
advertisement
advertisement
আলোচনা করার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন অংশও ঘুরে দেখেন সিআইএসএফ কর্তা৷ হাসপাতালের কোথায় নিরাপত্তার জন্য কতজন জওয়ান প্রয়োজন, প্রাথমিক ভাবে সেই হিসেব করে নেন সিআইএসএফ আধিকারিকরা৷ হাসপাতালের কোথায় কটি গেট রয়েছে, কতগুলি বিভাগ রয়েছে, তা নিয়েও আলোচনা সেরে নেন তাঁরা৷ হাসপাতালের কোন অংশে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন, তাও খতিয়ে দেখেন সিআইএসএফ আধিকারিকরা৷
advertisement
তবে হাসপাতাল পরিদর্শন করে বেরিয়ে যাওয়ার সময় সিআইএসএফ কর্তা কোনও মন্তব্য করতে চাননি৷ তিনি শুধু বলেন, ‘আমাদের কাজটা আমাদের করতে দিন৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
CISF at RG Kar: আরজি করে সিআইএসএফ-এর ডিজি! নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement