#কলকাতা: সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের ছেলেকে তলব করল সিআইডি। রাসেল আজিজকে ভবানীভবনে তলব করা হয়েছে। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে ভুয়ো পোস্টের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।
রায়গঞ্জে ভোটকর্মীর মৃত্যু নিয়ে ভুয়ো পোস্ট করেন রাসেল আজিজ বলে দায়ের হয়েছে অভিযোগ। যদিও কিছুক্ষণ পরই পোস্টটি নিজেই তুলে নেন রাসেল। সেই পোস্টের জন্যই রাসেলকে তলব করেছে সিআইডির সাইবার সেল। সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরার আগেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন সেলিম পুত্র রাসেল ৷