Chit Fund: ইডি-র হাতে এবার বড় গ্রেফতার! গভীর রাতে জালে চিটফান্ড কর্তা! আর কারা যুক্ত? তোলপাড়

Last Updated:

Chit Fund: এর আগে ২০০৭ সালেও গ্রেফতার করা হয়েছিল চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তীকে।

ইডির হাতে গ্রেফতার চিটফান্ড কর্তা
ইডির হাতে গ্রেফতার চিটফান্ড কর্তা
কলকাতা: চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করল ইডি। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি চিটফান্ড সংস্থা খুলে আর্থিক তছরুপের অভিযোগ চক্র গ্রুপের বিরুদ্ধে। এই সংস্থার নিউটাউন এবং তারাপীঠে হোটেল রয়েছে বলে জানা গিয়েছে।
এবারই অবশ্য প্রথম নয়, এর আগে ২০০৭ সালেও গ্রেফতার করা হয়েছিল পার্থ চক্রবর্তীকে। সেই সময় দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। এরপর দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ ওঠে চক্র গ্রুপের বিরুদ্ধে। কলকাতা পুলিশের একাধিক থানায় পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও দায়ের হয়।
advertisement
advertisement
অভিযোগ, কলকাতার গরফা এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে বহু টাকা তুলেছিলেন পার্থ চক্রবর্তী। এরপর পরিস্থিতি উত্তপ্ত হতেই দীর্ঘ সময় গা-ঢাকা দিয়ে ছিলেন তিনি। তাঁর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়েছিল সেই সময়।
advertisement
এদিকে, গত ২১ অগাস্ট চিটফান্ড কর্তা বিশ্বপ্রিয় গিরিকে গ্রেফতার করে ইডি। দেড় হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আমানতকারীদের টাকা তছরুপের অভিযোগে এর আগেও লেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশকর্তাদের হাতে গ্রেফতার হয়েছিলেন বিশ্বপ্রিয়। এরপর তছরুপ সংক্রন্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠায় ইডি কর্তারা। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করারও অভিযোগ ওঠে। তারপরেই গ্রেফতার হন বিশ্বপ্রিয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chit Fund: ইডি-র হাতে এবার বড় গ্রেফতার! গভীর রাতে জালে চিটফান্ড কর্তা! আর কারা যুক্ত? তোলপাড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement