Chingrighata Murder: যুবকের গলায় কাঁচি! ভয়াবহ খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত চিংড়িহাটা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত চিংড়িহাটা।
কলকাতা: খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত চিংড়িহাটা। শনিবার রাতে চিংড়িহাটায় এই ভয়াবহ খুনের ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী, সাহেব আলি সরদার নামের এক যুবকের গলায় কাঁচি চালিয়ে তাকে খুনের ঘটনার অভিযোগ। ঘটনার পরেই অভিযুক্তকে ঘিরে ধরে স্থানীয় জনতা। যদিও সেই যুবকই অভিযুক্ত কি না তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে চিংড়িহাটার বাসন্তী দেবী কলোনি এলাকায় সাহেব আলি সরদার নামের এক যুবকের খুনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: বাতিল করা হল একাধিক ট্রেন! কিছু ট্রেনের বদলানো হল সময়, বাইরে বেরোনোর আগে অবশ্যই জেনে নিন
advertisement
জানা গিয়েছে, সাহেব আলি নামের ওই যুবকের গলায় কাঁচি চালিয়ে খুন করে অভিযুক্ত । খুনের পরেই জনতার রোষানলের মুখে পড়ে অভিযুক্ত ব্যক্তি। খুনের সন্দেহে অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। এই খুনের কাণ্ডে মোক্তার নামে মৃতের এক আত্মীয় আহত হয়েছেন বলেও জানা যায়।
advertisement
ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী সুজিত বসু। তিনি ঘটনায় আহত ব্যক্তি মোক্তারের সঙ্গে কথা বলেন। খুনের কারণ হিসেবে মোক্তার জানান সাহেবের কাছে গতকাল পাঁচশো টাকা চেয়েছিলেন ওই অভিযুক্ত। তবে সাহেব সেই টাকা না দেওয়ায় তাঁকে খুন করেন ওই ব্যক্তি।
খুনের কারণ হিসেবে অন্য বেশ কয়েকটি সম্ভাবনাও উঠে এসেছে। স্থানীয় সূত্রে খবর, মদের আসরে গোলমালের জেরে যুবকের গলায় কোপ বসায় অভিযুক্ত। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে পুজোর ভাসান নিয়ে বচসা বাধে মৃত যুবকের। তার জেরেই খুন। খুনের কারণ-সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 2:28 PM IST