Child Trafficking: সারোগেট মাদার বানিয়ে কীভাবে শিশু বিক্রি করত মানিক-মুকু়ল? ভয়ঙ্কর তথ‍্য দিল সিআইডি

Last Updated:

Child Trafficking: শিশু বিক্রি কাণ্ডে নয়া মোড়। এই চক্রে এবার সারোগেসি যোগ। বিহারের যে মহিলার থেকে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল, সেই শিশুর জন্ম সারোগেসির মাধ্যমে, জন্মদাত্রী মহিলা ডিভোর্সি। তদন্তে উঠে এসেছে আরও বিভিন্ন বিস্ফোরক ত‍থ‍্য।

সারোগেট মাদার বানিয়ে কীভাবে শিশু বিক্রি করত মানিক-মুকু়ল? ভয়ঙ্কর তথ‍্য দিল সিআইডি
সারোগেট মাদার বানিয়ে কীভাবে শিশু বিক্রি করত মানিক-মুকু়ল? ভয়ঙ্কর তথ‍্য দিল সিআইডি
কলকাতা: শিশু বিক্রি কাণ্ডে নয়া মোড়। এই চক্রে এবার সারোগেসি যোগ। বিহারের যে মহিলার থেকে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল, সেই শিশুর জন্ম সারোগেসির মাধ্যমে, জন্মদাত্রী মহিলা ডিভোর্সি। তদন্তে উঠে এসেছে আরও বিভিন্ন বিস্ফোরক ত‍থ‍্য।
তদন্তে সিআইডির অনুমান, বিভিন্ন দুঃস্থ মহিলাদের জোগাড় করে তাদের সারোগেট মাদার হিসেবে ব্যবহার করা হত এবং পরে সেই শিশু বিক্রি করা হত। ধৃত মানিক এই কাজের সঙ্গে পাঁচ বছর ধরে যুক্ত। তার স্ত্রী মুকলও কাজ করতেন আইভিএফ সেন্টারে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত রবিবার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের দু’জনকে গ্রেফতার করে সিআইডি। রবিবার সকালে শালিমার স্টেশনের বাইরে অভিযান চালায় সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। দু-দিনের এক কন্যা সন্তানকে উদ্ধার করে সিআইডি। মানিক হালদার ও মুকুল সরকার নামে দু’জনকে গ্রেফতার করা হয়। মুকুল, মানিক সরকারের স্ত্রী বলেই জানা গিয়েছে।
advertisement
CWC-এর আধিকারিকরা এবং বাচ্চা বাঁচাও আন্দোলনের (এনজিও) সদস্যরা পুরো অভিযানে ও শিশুটিকে উদ্ধারের সময় সিআইডির টিমের সঙ্গে সহায়তা করে। দুই অভিযুক্তকে বি গার্ডেন পিএস-এ ক্যাম্প নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Child Trafficking: সারোগেট মাদার বানিয়ে কীভাবে শিশু বিক্রি করত মানিক-মুকু়ল? ভয়ঙ্কর তথ‍্য দিল সিআইডি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement