Nabanna: পানীয় জলের সমস্যা নিয়ে জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্যসচিব
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
পানীয় জলের সমস্যা নিয়ে জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্যসচিব পানীয় জলের সমস্যা নিয়ে তৎপর প্রশাসন। এবারে পানীয় জল নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্যসচিব। সতর্ক করলেন মুখ্য সচিব মনোজ পন্থ।
কলকাতা: পানীয় জলের সমস্যা নিয়ে তৎপর প্রশাসন। এবারে পানীয় জল নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্যসচিব। সতর্ক করলেন মুখ্য সচিব মনোজ পন্থ।
এই প্রসঙ্গে তিনি বলেন, “বহু এলাকা থেকেই পানীয় জলের সমস্যার অভিযোগের খবর আসছে। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়াই এর প্রধান কারণ হতে পারে। আগামী দিনে এটা আরো বাড়তে পারে।”
ভূগর্ভস্থ পানীয় জলের ক্ষেত্রে ব্যবস্থা প্রসঙ্গে মুখ্য সচিব জানান, “এখনই পানীয় জল পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা প্রয়োজন। যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। চালু প্রকল্পগুলি প্রয়োজনমতো পরীক্ষা করে সংস্কার বা মেরামতির প্রয়োজন থাকলে দ্রুত করতে হবে। না হলে বিকল্প ব্যবস্থা করতে হবে। ” পানীয় জলের সমস্যা নিয়ে জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2025 6:14 PM IST










