Water Crisis: কল আছে, তবু জল পড়ছে না! ‘এই অভিযোগ যেন না আসে’, কড়া নির্দেশ মুখ্য সচিবের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জলের সমস্যা মেটাতে কড়া জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জেলাশাসকদের বড় নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ।
কলকাতা: কল আছে কিন্তু কল দিয়ে জল পাচ্ছেন না সাধারণ মানুষ! বার বার শোনা গিয়েছে এমন অভিযোগ। এবার জলের সমস্যা মেটাতে কড়া জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জেলাশাসকদের বড় নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ।
বাড়িতে বাড়িতে জল দেওয়া নিয়েও কড়া বার্তা মুখ্য সচিবের। এদিন তিনি জানান, কল আছে কিন্তু কল দিয়ে জল পাচ্ছেন না সাধারণ মানুষ এই অভিযোগ যেন না আসে। যে বাড়িতে কল আছে সেগুলোতে নিশ্চিত করতে হবে যেন জল থাকে। মুখ্য সচিবের কড়া বার্তা এই ধরনের কোনও অভিযোগ যেন না আসে।
advertisement
advertisement
ইতিমধ্যেই ভ্যাপসা গরম পড়েছে। তবে সবে বৈশাখের শুরু। এরপর আরও বাড়বে তাপপ্রবাহ। গ্রীষ্ণে পশ্চিমের জেলাগুলিতে প্রবল জলকষ্ট দেখা দেয়। পশ্চিমাঞ্চলে যাতে জলের নিয়ে কোনও রকম অভিযোগ না ওঠে এই গরমে তা নিশ্চিত করতে হবে, জানালেন মুখ্য সচিব। এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্য সচিবের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 7:57 PM IST