North 24 Parganas News: ভারতকে পাল্টা চাপে রাখতে বড় সিদ্ধান্ত বাংলাদেশের! বড় ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
চলতি মাসের ৮ তারিখ এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে এবার থেকে বাংলাদেশ তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না।
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত সরকার। চলতি মাসের ৮ তারিখ এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে এবার থেকে বাংলাদেশ তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না। এর ফলে বাংলাদেশের রপ্তানি কিছুটা মার খাবে বলে মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা।
এদিকে, ট্রান্সশিপমেন্ট বাতিলের পর, ভারত থেকে বাংলাদেশে সুতো আমদানি বন্ধের নির্দেশিকা জারি করল ইউনুস সরকার৷ ফলে ভারতের কোন স্থল বন্দর দিয়ে আর সুতো বাংলাদেশে যাবে না। যার ফলে ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। ভারত সরকারের ট্রান্মশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তের পর এটা ইউনুস সরকারের পাল্টা চাল হিসাবেই দেখছেন অনেকে৷
advertisement
advertisement
এ বিষয়ে পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য প্রদীপ কুমার দে জানান, বাংলাদেশের সুতো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সে দেশের সরকারকে জানিয়ে আসছিল ভারত থেকে সুতো আমদানির ফলে তাদের দেশীয় শিল্প মার খাচ্ছে। এর ফলে আমদানি বন্ধের আবেদনও করা হয়। সেই মত বাংলাদেশ সরকার একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে স্থল বন্দর দিয়ে সুতো আর ভারত থেকে বাংলাদেশে যাবে না।
advertisement
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের সুতো কোম্পানির আপত্তিতে সেদেশের সরকার ভারত থেকে সুতো আমদানির উপর শর্ত আরোপ করেছে। ফলে স্থল বন্দর দিয়ে কোনও সুতোর গাড়ি আর প্রতিবেশী দেশে যাবে না।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 6:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ভারতকে পাল্টা চাপে রাখতে বড় সিদ্ধান্ত বাংলাদেশের! বড় ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের
