Nabanna on Heavy rain: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

Last Updated:

Nabanna heavy rainfall alert: দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্যসচিব। পাশাপাশি চার জেলাকে আজকের বৈঠকে বিশেষ ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়া, হুগলী,পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলা।

কী নির্দেশ নবান্নের?
কী নির্দেশ নবান্নের?
কলকাতা: রাজ্যের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই নিয়ে জেলাশাসকদের সঙ্গে জরুরী বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্যসচিব। পাশাপাশি চার জেলাকে আজকের বৈঠকে বিশেষ ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়া, হুগলী,পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলা।
পাশাপাশি রবিবারের বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে,  ডিভিসি কত পরিমাণ জল ছাড়ছে তা নজর রাখতে হবে জলমগ্ন এলাকা গুলিতে ত্রাণ বিলি করতে হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ৫ হাজার ত্রিপল বিলি করা হয়েছে। সেই সঙ্গে যে বাড়িগুলি ভেঙে পড়েছে, জেলাশাসকদের সেগুলির বাসিন্দাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব।
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে একাধিক এলাকায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন মুখ্যসচিব। কোন কোন এলাকায় জল বাড়ছে তা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে নবান্নকে, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেখানে যেখানে জল জমছে সেখানে পাম্প ব্যবহার করে দ্রুত জল বার করার নির্দেশ দেন মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার বিকেল ৫টা থেকে নবান্নে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna on Heavy rain: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement