Mamata Banerjee: ‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়

Last Updated:

এই মিউজিয়াম আগামী দিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস।

‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
কলকাতা: বিধানসভা মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ অত্যাধুনিক এই বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী কথায় উঠে এল লোকসভার প্রসঙ্গও৷
মিউজিয়াম তৈরিতে সাহায্য করার জন্য জাপান এবং আমেরিকাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই মিউজিয়াম আগামী দিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস। তিনি বলেন,‘‘কখনও কখনও কোন কাজ ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। কত টাকা খরচ হল আর কত জায়গায় হল সেটা বড় কথা নয়। এখানে আগামীদিনে অনেকে গবেষণা করতে আসবেন।’’
advertisement
advertisement
মিউজিয়ামে নেতাজী ও গান্ধীজির মূর্তির কাজের প্রশংসা করে বলেন,‘‘রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বাবাসাহেব আম্বেদকরের মূর্তি এখানে চেয়েছি। আমরা চাই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আসুক। কোনও প্রবেশমূল্য নেওয়া হবে না। তারা এসে জানুক বাংলার ইতিহাস। বাংলার ভূমিকা দেশ স্বাধীন নিয়ে। হাতের মুঠোয় ইতিহাস নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের বাংলার সংস্কৃতি , সমাজ সংস্কার, নবজাগরণ এখানে আছে।’’
advertisement
নিজেদের শিল্প সংস্কৃতি নিয়ে গর্ববোধ করা উচিত সকলের, একথা মনে করিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেন,‘‘আমরা আমাদের খালি সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না। আলিপুরে একটা মিউজিয়াম হয়েছে। বিধানসভার মিউজিয়াম আর একটা পালক জুড়ল। যারা দেশভাগ নিয়ে কু-কথা বলে, সুকথা বলে তাদের দেখতে বলব। বঙ্গভঙ্গ আমাদের হৃদয়ের নয়। তবে দুটি দেশ হয়েছে বটে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement