Mamata Banerjee: ‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
এই মিউজিয়াম আগামী দিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস।
কলকাতা: বিধানসভা মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ অত্যাধুনিক এই বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী কথায় উঠে এল লোকসভার প্রসঙ্গও৷
মিউজিয়াম তৈরিতে সাহায্য করার জন্য জাপান এবং আমেরিকাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই মিউজিয়াম আগামী দিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস। তিনি বলেন,‘‘কখনও কখনও কোন কাজ ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। কত টাকা খরচ হল আর কত জায়গায় হল সেটা বড় কথা নয়। এখানে আগামীদিনে অনেকে গবেষণা করতে আসবেন।’’
advertisement
advertisement
মিউজিয়ামে নেতাজী ও গান্ধীজির মূর্তির কাজের প্রশংসা করে বলেন,‘‘রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বাবাসাহেব আম্বেদকরের মূর্তি এখানে চেয়েছি। আমরা চাই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আসুক। কোনও প্রবেশমূল্য নেওয়া হবে না। তারা এসে জানুক বাংলার ইতিহাস। বাংলার ভূমিকা দেশ স্বাধীন নিয়ে। হাতের মুঠোয় ইতিহাস নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের বাংলার সংস্কৃতি , সমাজ সংস্কার, নবজাগরণ এখানে আছে।’’
advertisement
নিজেদের শিল্প সংস্কৃতি নিয়ে গর্ববোধ করা উচিত সকলের, একথা মনে করিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেন,‘‘আমরা আমাদের খালি সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না। আলিপুরে একটা মিউজিয়াম হয়েছে। বিধানসভার মিউজিয়াম আর একটা পালক জুড়ল। যারা দেশভাগ নিয়ে কু-কথা বলে, সুকথা বলে তাদের দেখতে বলব। বঙ্গভঙ্গ আমাদের হৃদয়ের নয়। তবে দুটি দেশ হয়েছে বটে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2023 7:59 PM IST










