CM Mamata Banerjee Songs to release in Durga Puja: গান তৈরি করলেন মুখ্যমন্ত্রী, পুজোর নস্টালজিয়ায় ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন গান তৈরির অজানা গল্প
- Published by:Pooja Basu
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে আজ। অ্যালবামে গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা, রাঘব, শ্রীরাধা, তৃষা প্রমুখ।
কলকাতা: দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট ১৭টি গান প্রকাশ পেতে চলেছে। বাংলা ভাষা ও বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে লেখা হয়েছে বেশ কিছু গান। এর মধ্যে একটি নতুন গানেই মুখ্যমন্ত্রী লিখেছেন— “ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান।” গানটি কণ্ঠ দিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এবার ৩ হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বহু আবেদন থাকলেও সময়াভাবে মুখ্যমন্ত্রী কয়েক হাজার পুজোর উদ্বোধন করতে পারেননি। তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে আজ। অ্যালবামে গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা, রাঘব, শ্রীরাধা, তৃষা প্রমুখ।
আরও পড়ুনMamata Banerjee: ‘আজ উৎসবের সূচনা করলাম, আগামিকাল থেকে পুজোর উদ্বোধন!’ বিতর্কে ইতি টানতে জবাব মমতার
advertisement
advertisement
পুজোর গানের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আগে পুজোর গানের অ্যালবাম বের হত। এখন সেসব কার্যত উঠে গিয়েছে। এখন সকলে থিম সং তৈরি করে”। এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের জন্য প্রায় ১১ বছর ধরে গান লেখা ও সুর করার কথা বলেন। মুখ্যমন্ত্রী গান লেখার নানা গল্পের কথা বলছিলেন শ্রীভূমির পুজো প্যান্ডেল উদ্বোধনে। মানুষ শুনছিলেন অনেক না-জানা কথা গান লেখা ছাড়াও কবিতা লেখায়ও সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি প্রায় দেড় হাজার কবিতা লিখে ফেলেছেন বলে জানিয়েছেন নিজেই। তবে গান লেখার উদ্দেশ্যও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী—“মানুষের আনন্দ আর আশার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমি গান লিখি। দুর্গাপুজো আমাদের সর্বজনীন উৎসব। এখানে মিলন, সম্প্রীতি ও আনন্দের বার্তা লুকিয়ে থাকে। আমি চাই আমার গানগুলির মাধ্যমে সেই বার্তাই আরও ছড়িয়ে পড়ুক।”
advertisement
গান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন আর পুজোর সময় ক্যাসেট বেরোয় না। এখন সব থিম সং করায় থিম অনুযায়ী। অরুপ বিশ্বাস আমাকে দিয়ে করিয়েছিল প্রথম থিম সং। এবারও নচিকেতা গান করেছে ক্যাসেটে, ‘যখন তোমার ঘুম ভাঙবে সেটাই তোমার সকাল’। রাঘব চট্টোপাধ্যায়কে দিয়েও গান করিয়েছি। এবার ১৭ গান বেরোবে আমার। এক একটা মানুষের একেকটা বিষয়ে ক্রিয়েটিভিটি আছে। বিল্ডিং তৈরি করে শ্রমিকরা, কিন্তু উদ্বোধনে তাকে আর ঢুকতে দেওয়া হয় না। ‘সেই মানুষ আসল মানুষ যে সমাজ তৈরি করে, সেই মেধা আসল মেধা যে থাকে মাটির ঘরে’, সেই গান রাঘব গাইবে। এবার আমি সেই গান তৈরি করে দিয়েছি। যারা বাস্তবের কারিগর সেটাই আসল মেধা। সবাইকে মনে রেখে পুজো যেন মনে রাখে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 8:51 AM IST

