হোম /খবর /কলকাতা /
'প্রকৃত হিন্দুস্তানি সব জাতিকে নিয়ে চলে,' নাম না-করে মোদিকে কটাক্ষ মমতার

'প্রকৃত হিন্দুস্তানি সব জাতিকে নিয়ে চলে,' নাম না-করে মোদিকে কটাক্ষ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে বিজেপি-কে কটাক্ষ করে মমতা বললেন, সব উত্‍সবই আমাদের৷ ভেদাভেদ করে উত্‍সব হয় না৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মহাত্মা গান্ধির জন্মদিনের সার্ধশতবর্ষে নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিজেপি-কে কটাক্ষ করে মমতা বললেন, সব উত্‍সবই আমাদের৷ ভেদাভেদ করে উত্‍সব হয় না৷

    বুধবার মেয়ো রোডে মহাত্মা গান্ধির ১৫০তম জন্মদিনের অনুষ্ঠানে মমতা বলেন, 'নতুন করে কারও উপদেশ দেওয়ার দরকার নেই৷ যাঁর অধিকার আছে, তিনিই উপদেশ দেবেন৷' এরপরই বিভেদের রাজনীতিকে মমতার কটাক্ষ, ভেদাভেদ করে উত্‍সব হয় না৷ সকলে মিলিত হলে, সেটাই উত্‍সব৷

    তিনি বলেন, 'প্রকৃত হিন্দুস্তানি সব জাতিকে নিয়ে চলে৷ সব জাতিকে না-নিয়ে চললে প্রকৃত হিন্দুস্তানি নয়৷ আসল ধর্ম ও মানবিকতা৷'

    First published:

    Tags: Gandhi Jayanti, Mahatma Gandhi Birthday, Mamata Banerjee