Fake Voter Issue: ভুতুড়ে ভোটার খুঁজতে এবার কড়া পদক্ষেপ! লগইন আই.ডি চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Fake Voter Issue: ভুতুড়ে ভোটার খুঁজতে আরও তদন্ত চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
কলকাতা: ভুতুড়ে ভোটার খুঁজতে আরও তদন্ত চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (এইআরও) লগইন আই.ডি চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এই লগইন আই.ডি চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। এই লগইন আই.ডি সরাসরি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন: নাম ঠিক করেছেন খোদ মমতা! কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল, বড় চমক শাসক দলের
advertisement
মূলত এই আধিকারিকদের লগইন আইডি কেউ ইচ্ছামতো ব্যবহার করে নাম তোলা বা নাম বাদ দেওয়ার কাজ করছে নাকি তা দেখতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি কোন জেলায় কেউ এই লগইন আই.ডি যদি ব্যবহার করেন তার অভিযোগ পাওয়া মাত্রই যদি দ্রুত তদন্ত করতে সুবিধা হবে।
advertisement
সেই কারণেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এই লগইন আই.ডি চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সম্প্রতি কাকদ্বীপে জয়েন্ট বিডিও-এর মোবাইল নম্বর বদল করে নিজের মোবাইল নম্বর নথিভুক্ত করেছিলেন অভিযুক্ত মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার। তাই এবার এই পদক্ষেপের পথেই হাঁটছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 12:53 PM IST