#কলকাতা: রবিবার শেষ দফার ভোট। তার আগে বৃহস্পতিবার নাগেরবাজারে মুকুল-শমীকের গাড়ি ভাঙচুরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার কমিশনে নালিশ জানিয়েছে গেরুয়া শিবির। ভোট কিনতে চলছে টাকার খেলা। পালটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের।বিজেপি নেতার স্ত্রীর জন্মদিনের পার্টি? নাকি সিপিএম-বিজেপি গোপন বৈঠকে টাকার লেনদেন? দাবি-পালটা দাবিতে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দমদমের নাগেরবাজার। চলে দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা মুকুল রায়ের গাড়ি ভাঙচুর। শুক্রবার, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।তৃণমূলের পালটা অভিযোগ, ভোট কিনতে হোস পাইপের মতো টাকা বিলোচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবারও সেই চেষ্টাই হয়েছিল।
উনিশে মে, শেষ দফায় রাজ্যের ন'কেন্দ্রে ভোটগ্রহণ। কে কত টাকা ছড়াচ্ছে? সেই নিয়ে যেমন চলছে রাজনৈতিক তরজা। তেমনি বহিরাগতদের জমায়েত নিয়েও সরব তৃণমূল-বিজেপি দুই শিবির।