কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিক নিগ্রহের অভিযোগ
Last Updated:
#কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিনে সাংবাদিক নিগ্রহের অভিযোগ উঠল৷ অভিযুক্ত কয়েকজন ডেলিগেট৷ মূল প্রেক্ষাগৃহ নন্দন-১ এই ঘটনা ঘটে৷ ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা৷ নন্দন ১-এ চলছে ফরাসি ছবি দ্য ট্রুথ৷ নিয়ম অনুযায়ী যিনি আগে আসবেন, তিনিই আগে বসতে পারবেন৷ চলচ্চিত্র উৎসবে আসন সংরক্ষণের কোনও ব্যবস্থা থাকে না৷ এক্ষেত্রেও তাই ছিল৷ সমস্যার সূত্রপাত সেই থেকে৷
advertisement
নন্দন ১ প্রেক্ষাগৃহের শো-গুলি ডেলিগেট, অতিথি ও সাংবাদিকদের জন্য সংরক্ষিত৷ বৃহস্পতিবার বিকেল ৫টার শো শুরুর আগে বসার জায়গা নিয়ে সাংবাদিক ও কয়েকজন ডেলিগেটদের মধ্যে গন্ডগোল বাধে৷ হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনা৷ ২ জন সাংবাদিককে নিগ্রহের অভিযোগ ওঠে ওই ডেলিগেটদের বিরুদ্ধে৷ যেই ২জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে একজন সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 10:21 PM IST