কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিক নিগ্রহের অভিযোগ

Last Updated:
#কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিনে সাংবাদিক নিগ্রহের অভিযোগ উঠল৷ অভিযুক্ত কয়েকজন ডেলিগেট৷ মূল প্রেক্ষাগৃহ নন্দন-১ এই ঘটনা ঘটে৷ ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা৷ নন্দন ১-এ চলছে ফরাসি ছবি দ্য ট্রুথ৷ নিয়ম অনুযায়ী যিনি আগে আসবেন, তিনিই আগে বসতে পারবেন৷ চলচ্চিত্র উৎসবে আসন সংরক্ষণের কোনও ব্যবস্থা থাকে না৷ এক্ষেত্রেও তাই ছিল৷ সমস্যার সূত্রপাত সেই থেকে৷
advertisement
নন্দন ১ প্রেক্ষাগৃহের শো-গুলি ডেলিগেট, অতিথি ও সাংবাদিকদের জন্য সংরক্ষিত৷ বৃহস্পতিবার বিকেল ৫টার শো শুরুর আগে বসার জায়গা নিয়ে সাংবাদিক ও কয়েকজন ডেলিগেটদের মধ্যে গন্ডগোল বাধে৷ হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনা৷ ২ জন সাংবাদিককে নিগ্রহের অভিযোগ ওঠে ওই ডেলিগেটদের বিরুদ্ধে৷ যেই ২জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে একজন সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিক নিগ্রহের অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement