রাতের অন্ধকারে গাড়িতে তুলে নিয়ে পরপর ধর্ষণ, খুন! হাড় হিম করা ভিডিওতে উত্তাল বলিউড

Last Updated:
#মুম্বই: রাজস্থানের কোটা শহর৷ প্রতিবছর হাজার হাজার ছাত্র-ছাত্রী পড়তে যায় সে শহরে৷ নামী প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই শহরে৷ কিন্তু সেখানেই নিরাপত্তা এসে ঠেকেছে তলানিতে৷ একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশাসন নড়ে গিয়েছে৷ সব ঘটনার প্রেক্ষাপট এক৷ গাড়িতে তুলে নেওয়া হচ্ছে ছাত্রীকে৷ তারপর তাকে বলপূর্বক ধর্ষণ করে, অত্যাচার চালিয়ে খুন করা হচ্ছে৷ কোনও একজন ব্যক্তি প্ল্যান মাফিক করে চলেছে এই কাজ৷ তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরে৷
না, এই মুহূর্তে কোটা শহরে এমন ঘটছে না৷ এটা ছবির চিত্রনাট্য৷ যদিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি৷ ধর্ষককে ধরতে আসছেন রানি মুখার্জি৷ কথা হচ্ছে মার্দানি ২ ছবির ট্রেলার নিয়ে৷ ট্রেলার সামনে আসতেই প্রশংসার বন্যা বয়েছে৷
advertisement
advertisement
মার্দানি ছবিতে পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা গিয়েছিল রানিকে৷ একইভাবে মার্দানি ২-তেও সেই ভূমিকায় দেখা যাবে তাকে৷ ভিলেনকে পাকড়াও করার মতো কঠিন চ্যালেঞ্জ সামনে থাকছে তার ৷ তবে আপাতত ছবির ট্রেলার মুক্তি পেয়েছে৷ যা দেখে গায়ে কাঁটা দেবে৷ দেখে নিন সেই ভিডিও৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাতের অন্ধকারে গাড়িতে তুলে নিয়ে পরপর ধর্ষণ, খুন! হাড় হিম করা ভিডিওতে উত্তাল বলিউড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement