Chandrima Bhattacharya: 'ঘাড়ধাক্কা' দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের? মুখ খুললেন চন্দ্রিমা! বললেন, 'আমিও তো মা...'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Chandrima Bhattacharya: চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ''খুব বৃষ্টি ছিল বাইরে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাতে ছাতা ধরে চিকিৎসকদের মাথায়।''
কলকাতা: জুনিয়র ডাক্তারদের সঙ্গে শনিবারও হল না মুখ্যমন্ত্রীর বৈঠক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিব মনোজ পন্থ। চন্দ্রিমা জানিয়ে দেন, শনিবার আর বৈঠক সম্ভব না। এরপর ফিরে যান জুনিয়র ডাক্তাররাও। চিকিৎসকরা দাবি করেন, ভিডিও ছাড়াই মিটিংয়ে রাজি ছিলেন তাঁরা, শুধু মিনিটস-এ দু’পক্ষের সই চাওয়া হয়েছিল৷ তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসে জানালেন অনেক দেরি হয়ে গিয়েছে আর সম্ভব নয় বৈঠক। এমনকী অভিযোগ করে জুনিয়র চিকিৎসকদের অনেকেই বলেন, ‘যেন ঘাড়ধাক্কা দেওয়া হল’। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন চন্দ্রিমা নিজেই। বললেন, ”ঘাড় ধাক্কা! এই ধরনের কোনও কথা আমি বাড়িতেও বলি না। মুখ্যমন্ত্রী ডেকেছেন, আমি বলব কেন এমন! ভুল করেও বলিনি। ছোট ছোট ছেলেমেয়ে ওরা। আমি বলেছি তিন ঘণ্টা সময় হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি। ছেলেরা ছোট। মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেকে অনেক সময় অনেক কিছু বলেছেন। তিনি ক্ষমা করে দিয়েছেন। আমিও মা।”
তাঁর কথায়, ”খুব বৃষ্টি ছিল বাইরে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাতে ছাতা ধরে চিকিৎসকদের মাথায়। রাত ৮টা নাগাদ নিজে বেরিয়ে এসে হাতজোড় করে মুখ্যমন্ত্রী বলেন, ”আসুন কথা বলি। যদি সেটাও না চান, এক কাপ চা খেয়ে যাবেন।”
advertisement
advertisement
চন্দ্রিমার সংযোজন, ” ৯টা পর্যন্ত কিছু বলেননি চিকিৎসকরা। সব কিছু প্রস্তুত ছিল। ৪০ জন এসেছিলেন চিকিৎসকরা। ওরা ছোট, ওদের কথাকে গুরুত্ব দিয়ে অনুমতি দিয়েছিলেন। কিন্তু রাত ৯টা পর্যন্ত কিছু বললেন না। তারপর আধিকারিকরা যখন বেরোতে যাচ্ছি, চিকিৎসকরা জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। কোনও পূর্বে দেওয়া শর্ত ছাড়াই আলোচনা করবেন বললেন তিন ঘণ্টা অপেক্ষা করার পর। এত যে সময় দেওয়া হল, তখন আলোচনা করলেন না। তারা যখন বলবেন, তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য, এটা এরকম মনে হল।”
advertisement
শনিবার দুপুরেই জুনিয়র ডাক্তারদের ধরনাস্থলে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ঘোষণা করেছিলেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ কমিটি ভেঙে দেওয়া হল। সেই প্রসঙ্গ তুলেও চন্দ্রিমা বলেন, ”শনিবার মুখ্যমন্ত্রী দিদি হিসেবে ধরনা মঞ্চে গিয়ে অনুরোধ করেন, যা যা দাবি আছে, সেগুলো খতিয়ে দেখবেন। নিশ্চিত করেছিলেন বিচার পাবেন। বেশ কিছু দাবি তিনি মেনে নিয়েছিলেন, ঘোষণা করেছিলেন। যেমন রোগী কল্যাণ সমিতির সব কমিটি ভেঙে দেওয়া হল। আমরা এটাই বলব, যতটা মুখ্যমন্ত্রীর করার, তিনি করেছেন।”
advertisement
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ”আমি বিনীত ভাবে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী যেখানে সব শর্ত মেনেছেন, সেখানে আর কী বলার থাকতে পারে। এটা সাব জুডিস ম্যাটার, তিনি নিজেও বলেছেন। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন। যাতে সাধারণ মানুষ চিকিৎসা থেকে না বঞ্চিত হন, সেটাও তো দেখতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 1:23 PM IST

