21 July Sahid Dibas: ‘এ বছরের একুশে জুলাই ভেঙে দেবে সব রেকর্ড’ চন্দ্রিমা ভট্টাচার্য্যের বড় দাবি

Last Updated:

21 July Sahid Dibas: সারা রাজ্য থেকে কয়েক দিন আগে থেকেই কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা

এবারের একুশে জুলাই এর ভিড় সব কিছুকে ছাপিয়ে যাবে- চন্দ্রিমা ভট্টাচার্য্য
এবারের একুশে জুলাই এর ভিড় সব কিছুকে ছাপিয়ে যাবে- চন্দ্রিমা ভট্টাচার্য্য
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের পর তৃণমূলের একুশে জুলাই হতে চলেছে শুক্রবার। সেই জন্য তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সারা রাজ্য থেকে কয়েক দিন আগে থেকেই কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। স্বাভাবিকভাবেই এবারের একুশে জুলাইয়ে কত ভিড় হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও শাসকদলের নেতারা আশাবাদী যে এবারের একুশে জুলাই এর ভিড় সব কিছুকে ছাপিয়ে যাবে।
কর্মসূচির আগের দিন বিভিন্ন ক্যাম্পে আগে থেকে আসা কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এসে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “প্রতিবার একুশে জুলাই তার আগেরবারের রেকর্ড ভেঙে দেয়। কিন্তু এবার যে একুশে জুলাই হবে তা সর্বকালের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির সমস্ত কুৎসা ও অপপ্রচারকে দূরে সরিয়ে দিয়ে বাংলার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর ভরসা রেখেছেন। তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূলের উপর মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে। একুশে জুলাই এর বিভিন্ন ক্যাম্পে যে উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যেভাবে মানুষের ঢল নামছে আগামীকাল ধর্মতলা চত্বর জনসমুদ্রে পরিণত হবে।”
advertisement
advertisement
গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত মালদহ এবং মুর্শিদাবাদের কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে মালদহ এবং মুর্শিদাবাদের শাসক দলের অভূতপূর্ব সাফল্য তারপরে একুশে জুলাই মানুষের বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকদের ওই দুই জেলায় উৎসাহ ছিল চোখে পড়ার মতন। মালদহ থেকে এসেছেন আজিজ হোসেন। তিনি বলেন, “মালদহ জেলাতে পঞ্চায়েত নির্বাচনে আমরা যেভাবে মানুষের সমর্থন পেয়েছি তা এক কথায় অবিশ্বাস্য। আগামী লোকসভা নির্বাচনেও আমরা জেলার সবকটি আসোনই দখল করব। তবে দলের প্রতি আমাদের জেলার দায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে তাই নির্বাচনের পাশাপাশি একুশের ভিড়েও আমরা অন্য জেলাকে টক্কর দেবো। আগামীকাল সকালে যে ট্রেনগুলো ঢুকবে তাতে তা প্রতিফলিত হবে।”
advertisement
মুর্শিদাবাদ থেকে এসেছেন শ্যামল নস্কর। তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলায় কার্যত ঘাসফুলের ঝড় উঠেছে। সেই ঝড় আস্তে আস্তে সুনামিতে পরিণত হবে। তবে একুশের যে ভিড় হবে তাতেও আমাদের অংশগ্রহণ থাকবে চোখে পড়ার মতন।”
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
21 July Sahid Dibas: ‘এ বছরের একুশে জুলাই ভেঙে দেবে সব রেকর্ড’ চন্দ্রিমা ভট্টাচার্য্যের বড় দাবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement