West Bengal News: একদিকে কেন্দ্রীয় মন্ত্রী, অপরদিকে রাজ্যের! ফোন নিয়ে শুরু তুমুল বিতর্ক

Last Updated:

West Bengal News: ৩১ মার্চ শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ তার আগে ডিসেম্বরে যদি টাকা দেওয়া হয়, তাহলে সেই টাকা অফ ব্যবহৃত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: রাজ্যের বকেয়া একশো দিনের কাজের টাকা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বুধবার টেলিফোনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের। যা নিয়ে গতকালই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ডিসেম্বরে এসে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা দেওয়ার আশ্বাসকে তিনি 'চালাকি' বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অর্থবর্ষ শেষ হওয়ার মুখে যদি কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া হয় তাহলে প্রকল্পের কাজ হবে কীভাবে ? কারণ কোন একটি প্রকল্পে কাজ করতে হলে নিয়ম মতো তার দরপত্র আহ্বান করতে হয়, ডিপিআর তৈরি করতে হয়, কাজের সঠিক পরিকল্পনা করতে হয় এবং নিয়ম মেনে টাকা খরচ করতে হয়।
৩১ মার্চ শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ তার আগে ডিসেম্বরে যদি টাকা দেওয়া হয়, তাহলে সেই টাকা অফ ব্যবহৃত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সন্ধ্যায় রাজ্যের ঘাড়ে চাপাবে। এটাই চালাকি।এদিকে আগামী ১৯শে ডিসেম্বর কেন্দ্রীয় গ্রামের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "একশো দিনের কাজ প্রকল্পে যারা প্রকৃত কাজ করেছেন, তারা যাতে তাদের মজুরি থেকে বঞ্চিত না হন সেই জন্যই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করব আমরা। তবে দুর্নীতির বিষয়টিও আমরা তুলে ধরব।"
advertisement
advertisement
বিতর্কের সূত্রপাত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের টেলিফোন নিয়ে। বিতর্ক তৈরি হয়েছে কে কাকে ফোন করেছিলেন তাই নিয়ে। শাসক দল তৃণমূলের দাবি, রাজ্যের মন্ত্রীকে ফোন করে কেন্দ্রীয় মন্ত্রী বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর্থিক উল্টো কথা বলা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর সূত্র থেকে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শীঘ্রই টাকা দেওয়ার আশ্বাস তিনি দেননি। শুধু তাই নয়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে তিনি নিজে থেকে ফোন করেননি। বরং পঞ্চায়েত মন্ত্রী তাকে চারবার ফোন করেছিলেন। যার জবাবে তিনি সৌজন্যের খাতিরে একবার ফোন করেছিলেন।
advertisement
গ্রামোন্নয়ন মন্ত্রকের সূত্র আরও জানাচ্ছে, রাজ্যের বকে ১০০ দিনের প্রকল্পে টাকা এখনই পাবে না রাজ্য। চলতি মাসের শেষ সপ্তাহে কিছু টাকা বরাদ্দ করতে পারে কেন্দ্র।
এদিকে, আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা হয়েছে রাজ্য বিজেপি'র সভাপতি সুকান্ত মজুমদারের।
advertisement
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কে আগে আর কে পরে ফোন করেছিলেন সেটা বড় কথা নয়। এটা তো সত্যি পঞ্চায়েত মন্ত্রীকে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী ফোন করেছিলেন ? এইটুকুই তো যথেষ্ট।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: একদিকে কেন্দ্রীয় মন্ত্রী, অপরদিকে রাজ্যের! ফোন নিয়ে শুরু তুমুল বিতর্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement