West Bengal Election 2021 Phase 8: অতীন ঘোষের-আধা সেনা বচসা, BJP এজেন্টের নথি চুরি, সকাল থেকে উত্তপ্ত কাশিপুর-বেলগাছিয়া
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে (Kashipur-Belgachiya) ভোট শুরুর পর থেকেই কেন্দ্রের একাধিক বুথে উত্তেজনার খবর মিলেছে।
#কলকাতাঃ আজ বিধানসভা নির্বাচনের অষ্টম দফার (West Bengal Election 2021 Phase 8) ভোটগ্রহণ। রাজ্যের চার জেলায় ৩৫টি আসনের মনোনীত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। অষ্টম দফায় মোতায়েন প্রায় ৭৬ হাজার আধাসেনা (Central Force)। বীরভূমে মোতায়েন সবচেয়ে বেশি আধাসেনা। মোতায়েন ২২ হাজার ৪০০ জওয়ান। মুর্শিদাবাদে ২১ হাজার ২০০ আধাসেনা, মালদায় ১১ হাজার আধাসেনা মোতায়েন। কলকাতা উত্তরে মোতায়েন প্রায় ৯ হাজার ৫০০ জওয়ান ।
যে ৩৫ আসনে ভোটগ্রহণ চলছে, তার মধ্যে অন্যতম কাশীপুর-বেলগাছিয়া (Kashipur Belgachiya Constituency) কেন্দ্র। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রের একাধিক বুথে উত্তেজনার খবর মিলেছে। তৃণমূল প্রার্থী (TMC Candidate) অতীন ঘোষকে (Atin Ghosh) বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কাশীপুর-বেলগাছিয়ার ২০৬ নম্বর বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে আধাসেনার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী। পরে এজেন্টদের বুথে বাইরে ডেকে কথা বলেন পোড় খাওয়া এই তৃণমূল নেতা।
advertisement
অন্যদিকে, ২৩২ এবং ২৪৫ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই। বিজেপি প্রার্থী (BJP Candidate) শিবাজী সিংহ রায়ের (Shibaji Sinha Roy) অভিযোগ, কাশিপুর বেলগাছিয়া বিধাসভার রামকৃষ্ণ বিদ্যালয়ের (প্রাইমারি) ২৩২ ২বং ২৩৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া ও ভয় দেখানো হয়। তৃণমূল কর্মীরা বিজেপির পোলিং এজেন্টদের (Polling Agent) নথি-পত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। বুথে গিয়ে সরাসরি প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। শিবাজী সিংহ রায়ের দাবি, তৃণমূল নথি চুরির ঘটনার সঙ্গে যুক্ত। ফলে বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। যদিও নথি চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2021 8:34 AM IST