রাজ্যে থাকা কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরাট দায়িত্ব, এবার এই বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ

Last Updated:

দিল্লিতে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: রাজনৈতিক বন্দি মুক্তির দাবি থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে যে সংগঠনগুলি সভা, মিছিল করেছে, তাদের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ। সূত্রের খবর এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় গোয়েন্দাদের। নভেম্বরের শেষ সপ্তাহে এই নির্দেশ এসেছে।
রাজ্যে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম সহ একাধিক জেলাতে রাজনৈতিক বন্দি মুক্তি, ইউএপিএ, আফস্পা প্রত্যাহারের দাবিতে মিছিল মিটিং হয়েছে। তার তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
কোন কোন সংগঠনের তরফে এই মিছিল আয়োজন করা হয়েছিল, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহে জোর দিতে বলা হয়েছে সেই নির্দেশিকায়।সংগঠনগুলি মাওবাদী শাখা সংগঠনের ছত্রছায়ায় বেড়ে উঠছে কি না, খোঁজ নিতে বলা হয়েছে বলে খবর।
advertisement
advertisement
কারা কারা ছিলেন ওই মিটিং মিছিলে তাঁদের রাজনৈতিক মতাদর্শ কী, অতীতে কোনও মাও যোগ রয়েছে কি না, খোঁজ নিতে বলা হয়েছে নভেম্বরের ২৯ তারিখ জারি হওয়া নির্দেশিকায়। একইসঙ্গে দিল্লিতে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত অক্টোবর মাসে দেশের সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী 'নকশালবাদ' নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "সব ধরনের নকশালবাদকেই পরাজিত করতে হবে। বন্দুক হাতে নিয়ে ‘নকশালবাদ’-ও রয়েছে, কলম হাতে নিয়ে ‘নকশালবাদ’-ও রয়েছে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "গত কয়েক বছরে সন্ত্রাসের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছে সব রাজ্যের সরকার। সশস্ত্র বাহিনীর সহায়তায় এর মোকাবিলা করতে হবে। সব ধরনের নকশালবাদের মোকাবিলা করতে হবে, সে বন্দুকধারীই হোক বা কলমধারী। ওদের জন্য সমাধান বার করতে হবে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে থাকা কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরাট দায়িত্ব, এবার এই বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement