দীনবন্ধু অ্যান্ড্রুজে মিলল না অধ্যক্ষের ঘরের সিসিটিভি ফুটেজ, তদন্তে অনিশ্চয়তা
Last Updated:
অশান্তির আঁচ কাটতে না কাটতেই এবার অনিশ্চয়তা দেখা দিল তদন্তে ৷ এবার সিসিটিভি ফুটেজ না মেলায় জটিলতার মুখে দীনবন্ধু অ্যান্ড্রুজের তদন্ত ৷
#কলকাতা: অশান্তির আঁচ কাটতে না কাটতেই এবার অনিশ্চয়তা দেখা দিল তদন্তে ৷ এবার সিসিটিভি ফুটেজ না মেলায় জটিলতার মুখে দীনবন্ধু অ্যান্ড্রুজের তদন্ত ৷
গতকাল ছাত্র ভর্তির প্রক্রিয়া চলাকালীনই ব্যপক গন্ডোগোল শুরু হয় দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ৷ কিন্তু পুলিশের বক্তব্য, অধ্যক্ষর ঘরের মধ্যে যে মূল ঝামেলা হয়েছিল, তার ফুটেজটি পাওয়া যাচ্ছে না ৷ ফলে এগনো যাচ্ছে না তদন্ত ৷ এবার প্রশ্ন উঠছে, যে সময়ের কথা বলা হচ্ছে তার ফুটেজ তো মিডিয়ার হাতেই রয়েছে ৷ তাহলে সেই ফুটেজ তদন্তের কাজে কেন ব্যবহার করছে না পুলিশ ? এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ৷
advertisement
শুক্রবার কলেজের ভর্তি প্রক্রিয়া চলার সময়েই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে পড়ে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ ৷ কলেজ অধ্যক্ষ স্থানীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ উঠে এসেছে। পালটা অশান্তির অভিযোগ কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধেও ৷
advertisement
advertisement
গত কয়েকমাস ধরেই কলেজের দখল কার হাতে যাবে, এই নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। শুক্রবার ছিল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়ার প্রথম দিন । অভিযোগ, ছাত্র ভর্তিকে কেন্দ্র করে বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামীরা কলেজে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। বাধা দিতে আসে স্থানীয় কাউন্সিলর মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। দুপুর ১টা নাগাদ তিনি কলেজে ঢোকার চেষ্টা করেন। সেই সময়ে বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থল থেকে বেরিয়ে যান মেয়র পারিষদ। বেরিয়ে যাওয়ার পরে কলেজে ছাত্র সংসদের জিএসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। অন্যিদেকে, কলেজ অধ্যক্ষের ঘরের ভিতরে বাপ্পাদিত্যের অনুগামীরা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালায় পুলিশ। ঘটনায় গতকালই ১০ জনকে আটক করা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2018 4:22 PM IST