CBSE Examination 2025: পরীক্ষায় আরও কড়া CBSE, নকল করতে গিয়ে ধরা পড়লেই পরীক্ষা বাতিল! নয়া নির্দেশিকা জারি বোর্ডের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পরীক্ষা নিয়ে আরো কড়া হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Cbse)। এবার শুধু একবছর নয়, অসৎ উপায় অবলম্বন করলে দু'বছর পর্যন্ত পরীক্ষা বাতিল করতে পারবে সিবিএসসি বোর্ড। নয়া নির্দেশিকা জারি করল সিবিএসসি।
কলকাতা: পরীক্ষা নিয়ে আরো কড়া হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Cbse)। এবার শুধু একবছর নয়, অসৎ উপায় অবলম্বন করলে দু’বছর পর্যন্ত পরীক্ষা বাতিল করতে পারবে সিবিএসসি বোর্ড। নয়া নির্দেশিকা জারি করল সিবিএসসি।
এইক্ষেত্রে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর কোনও পরীক্ষার্থী যদি নকল করতে গিয়ে বা কোন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরা পড়ে তাহলে তার দু’বছরের জন্য পরীক্ষা বাতিল হতে পারে।
advertisement
advertisement
এছাড়াও, কোন কোন অপরাধের জন্য পরীক্ষার্থীদের কী শাস্তি তাও নির্দিষ্ট করেছে বোর্ড। মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে কী কী শাস্তি তা উল্লেখ করা হয়েছে বোর্ডের নির্দেশিকায়।
সিবিএসসি বোর্ডর তরফে নির্দেশিকা জারি করে পাঠানো হল স্কুল গুলিতে। এই নির্দেশিকা নিয়ে পরীক্ষার্থী দের মধ্যে সচেতনতা মূলক প্রচার ও করতে বললো সিবিএসসি বোর্ড। দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে, এ বছরে সিবিএসসির পরীক্ষার্থীর সংখ্যা দেশজুড়ে ৪৪ লক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 9:58 PM IST