বিরাট 'বদল' আসছে CBSE বোর্ডের পরীক্ষায়! এবার থেকে বছরে দু'বার...! নতুন নিয়মের খসড়ায় কী আছে? দেখে নিন
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
CBSE Board: ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির বছরে দু'বার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা ফেব্রুয়ারি ও মে মাসে পরীক্ষা দিয়ে সেরা নম্বর স্কোর করার সুযোগ পাবে।
কলকাতা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP) ২০২০-র সুপারিশ মেনে, বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই বিষয়ে আরও একধাপ এগিয়ে পরীক্ষার পলিসির খসড়া (ড্রাফ্ট) প্রকাশ করল সিবিএসই।
advertisement
সিবিএসই-র ওয়েবসাইটে প্রকাশিত খসড়া নিয়ে সমস্ত স্টেকহোল্ডাররা আগামী ৯ মার্চের মধ্যে তাঁদের মতামত জানাতে পারবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই খসড়া প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
বছরে দুবার পরীক্ষা, শিক্ষার্থীদের জন্য সুবিধা
সিবিএসই-র নতুন প্রস্তাব অনুযায়ী, ফেব্রুয়ারি ও মে মাসে বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা একটি বিষয়ে সেরা নম্বর স্কোর করার সুযোগ পাবেন। প্রথমবার পরীক্ষায় আশানুরূপ ফল না হলে, দ্বিতীয়বার সেই বিষয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসা যাবে।
advertisement
কীভাবে হবে রেজাল্ট ঘোষণা?
প্রথম পরীক্ষার পরই হাতে মার্কশিট পাওয়া যাবে না। ডিজি লকার থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে পরবর্তী শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে। তবে চূড়ান্ত রেজাল্ট দ্বিতীয় পরীক্ষার পর প্রকাশিত হবে।
advertisement
যদি কোনও শিক্ষার্থী প্রথম পরীক্ষার পর রেজাল্ট দেখে সন্তুষ্ট থাকেন, তবে তিনি দ্বিতীয় পরীক্ষায় বসার প্রয়োজন নেই। অর্থাৎ, চাইলে দ্বিতীয় পরীক্ষার জন্য ‘অপ্ট-আউট’ করার সুযোগও থাকছে।
কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?
advertisement
এই নতুন পদ্ধতি চালু হলে, সিবিএসই-র অধীনে থাকা দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ২০২৫ সাল থেকেই বছরে দু’বার পরীক্ষার সুবিধা পাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 8:59 PM IST