Anubrata Mondal: অ্য়াকাউন্টে মোটা টাকার লেনদেন! অনুব্রতর পরিচারক, সুকন্য়ার চালককে তলব করল সিবিআই
- Published by:Debamoy Ghosh
- Reported by:Amit Sarkar
Last Updated:
ইতিমধ্য়েই বীরভূমের একটি ব্য়াঙ্ক ১৭৭টি রহস্য়ময় অ্য়াকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই।
#কলকাতা: গরু পাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের এক পরিচারক। একই সঙ্গে অনুব্রত কন্য়া সুকন্য়া মণ্ডলের গাড়ির চালকের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকেও চাঞ্চল্য়কর তথ্য় পেল সিবিআই। ইতিমধ্য়েই দু' জনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, অনুব্রতর পরিচারক বিজয় রজক এবং সুকন্য়ার গাড়ির চালক তুফান মির্ধাকে মঙ্গলবার নিজাম প্য়ালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এই দু' জনের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট সন্দেহজনক লক্ষাধিক টাকার লেনদেন নজরে এসেছে। ওই টাকার সঙ্গে গরু পাচারের যোগ থাকতে পারে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
টাকার উৎস জানতেই তাই ওই দু' জনকে তলব করা হয়েছে। আগে অনুব্রত মণ্ডলের পরিচারক হিসেবে কাজ করলেও বর্তমানে বীরভূমের একটি কলেজে অশিক্ষক কর্মী হিসেবে চাকরি করছেন বিজয় রজক।
advertisement
advertisement
আরও পড়ুন: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা, তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সাংসদ শত্রুঘ্ন
ইতিমধ্য়েই বীরভূমের একটি ব্য়াঙ্ক ১৭৭টি রহস্য়ময় অ্য়াকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই। ওই অ্য়াকাউন্টগুলি যাঁদের নামে রয়েছে, তাঁদের অনেকেই অ্য়াকাউন্টের বিষয়ে কিছু জানেন না বলে অভিযোগ। এই ঘটনায় ওই ব্য়াঙ্কের প্রাক্তন এবং বর্তমান ম্য়ানেজারকেও জেরা করা হয়েছে।
advertisement
গরু পাচারের তদন্তে নেমে সিবিআই এবং ইডি প্রথম থেকেই দাবি করেছিল, নিজের পরিবারের সদস্য়, আত্মীয়, কর্মীদের অ্য়াকাউন্টেও গরু পাচারের টাকা সরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই সূত্রেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তি খোঁজ মিলেছিল। অনুব্রত কন্য়া সুকন্য়ার বিপুল সম্পত্তির উৎসও রয়েছে সিবিআই এভং ইডি-র নজরে। এবার অনুব্রত মণ্ডলের উপরে চাপ বাড়িয়ে তাঁর দুই পরিচারককেই তলব করল সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 12:41 PM IST