Anubrata Mondal: অ্য়াকাউন্টে মোটা টাকার লেনদেন! অনুব্রতর পরিচারক, সুকন্য়ার চালককে তলব করল সিবিআই

Last Updated:

ইতিমধ্য়েই বীরভূমের একটি ব্য়াঙ্ক ১৭৭টি রহস্য়ময় অ্য়াকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই।

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
#কলকাতা: গরু পাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের এক পরিচারক। একই সঙ্গে অনুব্রত কন্য়া সুকন্য়া মণ্ডলের গাড়ির চালকের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকেও চাঞ্চল্য়কর তথ্য় পেল সিবিআই। ইতিমধ্য়েই দু' জনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, অনুব্রতর পরিচারক বিজয় রজক এবং সুকন্য়ার গাড়ির চালক তুফান মির্ধাকে মঙ্গলবার নিজাম প্য়ালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এই দু' জনের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট সন্দেহজনক লক্ষাধিক টাকার লেনদেন নজরে এসেছে। ওই টাকার সঙ্গে গরু পাচারের যোগ থাকতে পারে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
টাকার উৎস জানতেই তাই ওই দু' জনকে তলব করা হয়েছে। আগে অনুব্রত মণ্ডলের পরিচারক হিসেবে কাজ করলেও বর্তমানে বীরভূমের একটি কলেজে অশিক্ষক কর্মী হিসেবে চাকরি করছেন বিজয় রজক।
advertisement
advertisement
ইতিমধ্য়েই বীরভূমের একটি ব্য়াঙ্ক ১৭৭টি রহস্য়ময় অ্য়াকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই। ওই অ্য়াকাউন্টগুলি যাঁদের নামে রয়েছে, তাঁদের অনেকেই অ্য়াকাউন্টের বিষয়ে কিছু জানেন না বলে অভিযোগ। এই ঘটনায় ওই ব্য়াঙ্কের প্রাক্তন এবং বর্তমান ম্য়ানেজারকেও জেরা করা হয়েছে।
advertisement
গরু পাচারের তদন্তে নেমে সিবিআই এবং ইডি প্রথম থেকেই দাবি করেছিল, নিজের পরিবারের সদস্য়, আত্মীয়, কর্মীদের অ্য়াকাউন্টেও গরু পাচারের টাকা সরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই সূত্রেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তি খোঁজ মিলেছিল। অনুব্রত কন্য়া সুকন্য়ার বিপুল সম্পত্তির উৎসও রয়েছে সিবিআই এভং ইডি-র নজরে। এবার অনুব্রত মণ্ডলের উপরে চাপ বাড়িয়ে তাঁর দুই পরিচারককেই তলব করল সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: অ্য়াকাউন্টে মোটা টাকার লেনদেন! অনুব্রতর পরিচারক, সুকন্য়ার চালককে তলব করল সিবিআই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement