CBI summons Abhik De: শেষ দেখা গিয়েছিল আরজি করের সেমিনার রুমে, এবার সিবিআই দফতরে হাজির সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক

Last Updated:

এ দিন সকালেই সিজিও-তে হাজিরা দিয়েছিলেন আর এক বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস৷

সিবিআই দফতরে হাজিরা দিলেন চিকিৎসক অভীক দে৷
সিবিআই দফতরে হাজিরা দিলেন চিকিৎসক অভীক দে৷
কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে হাজিরা দিলেন বিতর্কিত চিকিৎসক অভীক দে৷ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসককে নির্যাতিতার দেহ উদ্ধারের দিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে দেখা গিয়েছিল৷ তার পর থেকে অভীক দে-র বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে৷ অভীক দে-কে সাসপেন্ডও করেছে স্বাস্থ্য দফতর৷ এ দিন দুপুর দুটো নাগাদ সিজিও-তে পৌঁছন অভীক দে৷
এ দিন সকালেই সিজিও-তে হাজিরা দিয়েছিলেন আর এক বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস৷ অভীকের মতো বিরূপাক্ষকেও ঘটনার দিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে দেখা গিয়েছিল৷
advertisement
আরজি কর কাণ্ডের সময় বর্ধমান মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন অভীক৷ ফলে ঘটনার দিন সকালে তিনি আরজি কর হাসপাতালে কী কারণে পৌঁছলেন, সেটা জানাই লক্ষ্য সিবিআই-এর তদন্তকারীদের৷ ঘটনার পরে অবশ্য অভীক দে-কে এসএসকেএম হাসপাতালে বদলি করা হয়৷ তবে আরজি কর কাণ্ডে নাম উঠে আসার পর থেকে কার্যত অন্তরালে ছিলেন অভীক দে৷
advertisement
বিতর্কিত এই চিকিৎসকের বিরুদ্ধে সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে পড়ুয়া এবং চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ, ঘুরপথে পছন্দ মতো পোস্টিং পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI summons Abhik De: শেষ দেখা গিয়েছিল আরজি করের সেমিনার রুমে, এবার সিবিআই দফতরে হাজির সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement