CBI Raid at Atin Ghosh House: উত্তর কলকাতার দাপুটে তৃণমূল বিধায়ক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল CBI!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন বেলা ২.১৫ মিনিট নাগাদ শ্যামবাজার এলাকায় অতীন ঘোষের বাড়িতে হাজির হন৷
আরজিকর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই৷ এ দিন বেলা ২.১৫ মিনিট নাগাদ শ্যামবাজার এলাকায় অতীন ঘোষের বাড়িতে হাজির হন৷ সিবিআই-এর তিন জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে অতীন ঘোষের বাড়িতে যান৷ ইতিমধ্যেই তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷
জানা গিয়েছে, যে সময় আরজি কর হাসপাতালের সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আর এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়৷ স্থানীয় বিধায়ক হিসেবে রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ৷ কারণ তিনি কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক৷ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল ওই বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে৷
advertisement
যেহেতু হাসপাতালের জিনিসপত্র এবং সরঞ্জাম কেনার ক্ষেত্রে রোগীকল্যাণ সমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেই কারণেই অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই৷
advertisement
এর আগে গত শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই৷ এই মামলায় ইতিমধ্যেই চার্জশিটও জমা দিয়েছে সিবিআই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 2:48 PM IST