কেন সারদা মামলায় ফের জেরা দেবযানীকে? সিবিআইকে প্রশ্ন আদালতের

photo: Collected

photo: Collected

  • Last Updated :
  • Share this:
    #কলকাতা: পাঁচ বছর পর সারদা মামলায় কেন দেবযানী মুখার্জিকে ফের জেরার প্রয়োজন তা আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে সিবিআইকে। মঙ্গলবার বারাসাতের বিশেষ আদালতে দেবযানীকে হাজির করায় পুলিশ। সেখানে সিবিআইয়ের আইনজীবী দেবযানীকে জেলে গিয়ে জেরার আবেদন জানান।দেবযানীর আইনজীবি রজনীশ মৌলিক বিচারককে জানান,  চার্জশিট পাঁচ বছর আগে পেশ হয়ে গিয়েছে। হঠাৎ কী এমন প্রয়োজন পড়ল যে সিবিআইকে জেলে গিয়ে অভিযুক্তকে জেরা করতে হবে? এই দিন বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসার  শৈবাল কুমার ত্রিপাঠীকে ২৯ এপ্রিলের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দেন৷হলফনামায় স্পষ্ট ভাবে জানাতে হবে কেন তারা ফের দেবযানী মুখার্জিকে জেরা করতে চান।
    First published:

    Tags: CBI, Debjani Mukherjee, Sarada