কেন সারদা মামলায় ফের জেরা দেবযানীকে? সিবিআইকে প্রশ্ন আদালতের
Last Updated:
#কলকাতা: পাঁচ বছর পর সারদা মামলায় কেন দেবযানী মুখার্জিকে ফের জেরার প্রয়োজন তা আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে সিবিআইকে। মঙ্গলবার বারাসাতের বিশেষ আদালতে দেবযানীকে হাজির করায় পুলিশ। সেখানে সিবিআইয়ের আইনজীবী দেবযানীকে জেলে গিয়ে জেরার আবেদন জানান।
দেবযানীর আইনজীবি রজনীশ মৌলিক বিচারককে জানান, চার্জশিট পাঁচ বছর আগে পেশ হয়ে গিয়েছে। হঠাৎ কী এমন প্রয়োজন পড়ল যে সিবিআইকে জেলে গিয়ে অভিযুক্তকে জেরা করতে হবে? এই দিন বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসার শৈবাল কুমার ত্রিপাঠীকে ২৯ এপ্রিলের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দেন৷
হলফনামায় স্পষ্ট ভাবে জানাতে হবে কেন তারা ফের দেবযানী মুখার্জিকে জেরা করতে চান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 6:10 PM IST