Narada Case: বিমান ভাড়া, থাকা-খাওয়ার খরচ, তলবের পর সিবিআইয়ের কাছে দাবি নারদ কর্তা ম্যাথুর

Last Updated:

Narada Case: সিবিআই-এর নোটিশের প্রেক্ষিতে ম্যাথু বলেছেন, তাঁর যাতায়ার বাবদ বিমান ভাড়া ও কলকাতায় থাকার ব্যবস্থা বাবদ সমস্ত খরচ করতে হবে সিবিআইকে

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: নারদ কেলেঙ্কারি মামলায এ বার ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল সিবিআই৷ এ বার কলকাতার নিজাম প্যালেসে ম্যাথুকে তলব করা হল৷ অনেকদিন পর নারদ মামলায় ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে৷ আগামী সোমবার সকাল সাড়ে দশটার সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
সিবিআই-এর নোটিশের প্রেক্ষিতে ম্যাথু বলেছেন, তাঁর যাতায়ার বাবদ বিমান ভাড়া ও কলকাতায় থাকার ব্যবস্থা বাবদ সমস্ত খরচ করতে হবে সিবিআইকে৷ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ট্রেনের কথা বলা হলেও তাতে রাজি নন ম্যাথু৷ তিনি বলেছেন, তিনি একজন পেশাদার সাংবাদিক, ট্রেনে যাতায়াত করতে হলে তাঁর মোট ছ’দিন সময় লাগবে৷ এতটা সময় তিনি দিতে পারবেন না, তাই বিমানেই তাঁর যাতায়াতের ব্যবস্থা করতে হবে৷
advertisement
advertisement
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক মুখে প্রকাশ্যে আসে নারদ কাণ্ড৷ সেই ভিডিও নিয়ে হঠাৎ তোলপাড় পড়ে যায়৷ সেখানে তৎকালীন তৃণমূলের নেতানেত্রীদের অনেককেই হাতে করে টাকা নিতে দেখা যায়৷ সেই নিয়ে তীব্র আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি৷ কেন্দ্রীয় সংস্থার হাত ধরে তদন্তের দাবি করা হয়৷ তদন্তের ভার দেওয়া হয় সিবিআই-এর উপর৷ কিন্তু তারপর কেটে গিয়েছে সাত বছর, এখনও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই৷
advertisement
আরও পড়ুন, কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ
এদিকে নারদ কাণ্ডে বাকিদের সঙ্গে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ সেই নিয়ে তখন বিজেপি আক্রমণ করেছিল তৃণমূলকে৷ কিন্তু তারপর দল পাল্টে বিজেপি-তে যোগ দেওয়ার পর বারংবার নারদকাণ্ডে শুভেন্দুর জড়িয়ে থাকাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরকে নিশানা করে আসছে তৃণমূল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narada Case: বিমান ভাড়া, থাকা-খাওয়ার খরচ, তলবের পর সিবিআইয়ের কাছে দাবি নারদ কর্তা ম্যাথুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement