FIR-এ থাকা তেরো'তেই শেষ নয়, নারদকাণ্ডে সিবিআইয়ের নজরে আরও ২ সাংসদ
Last Updated:
নারদ তদন্তে এফআইআরে নাম থাকা তেরো জন ছাড়াও আরও বেশ কয়েকজনকে ডাকবে সিবিআই।
#নয়াদিল্লি: নারদ তদন্তে এফআইআরে নাম থাকা তেরো জন ছাড়াও আরও বেশ কয়েকজনকে ডাকবে সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন দুই সাংসদ। আগামী সপ্তাহেই তাঁদের ডাকা হবে। কিভাবে প্রভাবশালীদের জেরা করা হবে? সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নিজাম প্যালেসে বৈঠকে করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আটঘাট বেঁধেই এগোতে চাইছেন তাঁরা।
FIR-এ থাকা তেরো'তেই শেষ নয়। নারদ তদন্তে আর বেশ কয়েকজনকে ডাকবে সিবিআই। নারদের অসম্পাদিত ফুটেজ ছাড়াও টেলিফোনে কথোপকথনের ভিত্তিতে তাঁদের ডাকা হবে বলে সিবিআই সূত্রে খবর।
সিবিআইয়ের নজরে
advertisement
- নারদ এফআইআরে ১৩ জনের নাম
- তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা
- তা ছাড়া ডাকা হতে পারে আরও ২ সাংসদকে
advertisement
অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আটঘাট বেধেই এগোতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা। মঙ্গলবার নিজাম প্যালেসে বৈঠকে বসেন তদন্তকারীরা।
বৈঠকের আলোচ্য বিষয় ছিল -
- কী ভাবে অভিযুক্তদের জেরা করা হবে?
- আগামী দিনে তদন্ত কোন পথে এগোবে?
এই বিষয়গুলি খতিয়ে দেখতে ফের বৈঠকে বসবেন তদন্তকারীরা। সামনের সপ্তাহেই নারদ FIR-এ নাম থাকা অভিযুক্তদের নোটিস পাঠানো হবে বলে সিবিআই সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 19, 2017 10:41 AM IST