Anubrata Mondal: গরু পাচারের টাকায় প্রভাবশালীদের 'ঋণ'! সিবিআই নজরে অনুব্রত কন্যার সংস্থার ব্যালেন্স শিট
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সুকন্যার সংস্থাও নিয়েছে ঋণকেন ও কোথা থেকে নেওয়া হয়েছিল ঋণ খতিয়ে দেখছে সিবিআই
#কলকাতা: গরু পাচারের লাভের টাকা থেকেই দেওয়া হয়েছে ঋণ। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। গরু পাচার করে বেআইনিভাবে ওঠা টাকার একাংশ কালো থেকে সাদা করতেই ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিলেন পাচারের মূল মাথারা দাবি সিবিআই কর্তাদের।
কাদের দেওয়া হতো এই ঋণ? তদন্তকারীদের দাবি প্রভাবশালীদের মধ্যে এই ঋণ দিতেন এনামুল হক ও তার সহযোগীরা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, বীরভূম জেলায় গরু পাচারের থেকে ওঠা টাকার লাভের একটা অংশ পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। মূলত দু' ভাবে প্রভাবশালীদের হাতে টাকা দেওয়ার কৌশল নিয়েছিলেন পাচারের সঙ্গে যুক্ত মাথারা।
advertisement
advertisement
পশুহাট থেকে সরাসরি লাভের একটা অংশ নগদে দেওয়া হতো প্রভাবশালীদের। তাদের জন্য বরাদ্দ টাকার বাকিটা ঋণ হিসেবে দেখানো হতো, যে ঋণ প্রভাবশালীরা নিতেন কিন্তু ফেরানোর কোনও তথ্য পাওয়া যায়নি বলে দাবি করছে সিবিআই।
ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিস পেতে গিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা দু'টি কোম্পানির একাধিক নথিপত্র পেয়েছেন দাবি তদন্তকারী আধিকারিকদের। সেই নথির মধ্যে সংস্থা গুলির ব্যালেন্স শিট পাওয়া গিয়েছে৷ যেখানে উল্লেখ রয়েছে, একটি সংস্থা ঋণ নিয়েছিল ।
advertisement
এই ঋণকে 'আনসিকিয়োর্ড লোন্স' হিসেবে দেখানো হয়েছে। যা ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। তাঁদের দাবি, এই টাকা এসে থাকতে পারে গরু পাচারের লাভের টাকা থেকে, আসলে যা কালো টাকাকে সাদা করার চেষ্টা। তাই এই বিষয় নিয়েও অনুব্রতকে জেরা করতে চাইছে তদন্তকারী সংস্থা। প্রয়োজন হলে তাঁর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। কী কারণে এই ঋণ নেওয়া হয়েছিল, তা জানা দরকার বলে মনে করছে সিবিআই।
advertisement
তদন্তকারী সংস্থার সূত্রে খবর, প্রভাবশালীদের মাধ্যমে বেনামি কোম্পানিতে ঋণ দেখিয়ে টাকা লগ্নি হয়েছে। এই সকল বিনিয়োগের খোঁজ পেতে চাইছে সিবিআই। তাঁদের দাবি, গরু পাচারকে কেন্দ্র করে কোটি কোটি টাকার লেনদেন চলেছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 4:59 PM IST