SujayKrishna Bhadra: 'কালীঘাটের কাকু'-কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই, জারি প্রোডাকশন ওয়ারেন্ট

Last Updated:

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে "কালীঘাটের কাকু"-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ। এরপরে আগামী ৫ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।  এরপরেই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই। সংগৃহীত ছবি।
সিবিআই। সংগৃহীত ছবি।
কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে “কালীঘাটের কাকু”-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ। এরপরে আগামী ৫ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।  এরপরেই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেই মামলায় এখনই কোনও নির্দেশ দেয় নি হাইকোর্ট। তিন সপ্তাহ পর ফের মামলা শুনবে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। তবে আপাতত সুজয় ভদ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতিরা। শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআইকেও তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট।
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালের ৩০ মে সুজয় ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এবার তাঁকে হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। তারপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SujayKrishna Bhadra: 'কালীঘাটের কাকু'-কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই, জারি প্রোডাকশন ওয়ারেন্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement