SujayKrishna Bhadra: 'কালীঘাটের কাকু'-কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই, জারি প্রোডাকশন ওয়ারেন্ট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে "কালীঘাটের কাকু"-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ। এরপরে আগামী ৫ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। এরপরেই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে “কালীঘাটের কাকু”-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ। এরপরে আগামী ৫ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। এরপরেই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেই মামলায় এখনই কোনও নির্দেশ দেয় নি হাইকোর্ট। তিন সপ্তাহ পর ফের মামলা শুনবে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। তবে আপাতত সুজয় ভদ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতিরা। শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআইকেও তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট।
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালের ৩০ মে সুজয় ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এবার তাঁকে হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। তারপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 9:19 PM IST