CBI: SBI-তে বিস্ফোরক আর্থিক দুর্নীতির অভিযোগ, সিবিআইয়ের ভূমিকায় তীব্র ক্ষুব্ধ বিচারপতি! প্রবল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
CBI: সিবিআই এই মামলায় তদন্ত করতে চায় না বলে এই ধরনের কৌশল গ্রহণ করছে। সিবিআই যে মামলায় মনে করবে তদন্ত করবে, আর যে মামলায় ইচ্ছা করবে না সেই মামলার তদন্তভার গ্রহণ করবে না এটা হতে পারে না, মন্তব্য বিচারপতির।
কলকাতা: ফের সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ কলকাতা হাইকোর্টের। সিবিআইয়ের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অভিযোগ জানাচ্ছে, সেখানে সেই ব্যাংকের কর্মীরা যুক্ত থাকতে পারেন। সিবিআই তদন্তের অনুমতি রাজ্য দেবে না কেন? সিবিআই-এর এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এমনই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
সিবিআই এই মামলায় তদন্ত করতে চায় না বলে এই ধরনের কৌশল গ্রহণ করছে। সিবিআই যে মামলায় মনে করবে তদন্ত করবে, আর যে মামলায় ইচ্ছা করবে না সেই মামলার তদন্তভার গ্রহণ করবে না এটা হতে পারে না, মন্তব্য বিচারপতির। সমস্ত মামলার তদন্ত করছেন আর এই মামলায় বলছেন যে রাজ্যের অনুমোদন প্রয়োজন? প্রশ্ন বিচারপতির। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সমস্ত কিছুর রাজনীতিকরণ করা হচ্ছে। তারা এই মামলা এড়িয়ে যেতে চাইছে, কারণ সিবিআইয়ের ওপর এমনিই অনেক কাজের চাপ রয়েছে। সওয়াল রাজ্যের।
advertisement
advertisement
২০২২ সালে SBI-এর তরফ থেকে সিবিআই-এর কাছে আর্থিক দুর্নীতির একটি অভিযোগ জানানো হয়। প্রায় ২ বছর পরে সিবিআই জানায় যে ২০১৮ সাল থেকে রাজ্য সিবিআই তদন্তের ক্ষেত্রে আগের যে সম্মতি ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। তাই SBI-এর এই মামলার তদন্ত করতে গেলে রাজ্যের অনুমোদন লাগবে।
advertisement
RBI এর গাইডলাইন অনুযায়ী, ৬ কোটি টাকার ওপরে দুর্নীতি হলেই ব্যাংকগুলোকে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে হয়। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় SBI। যদি সিবিআই কোনও প্রাথমিক অনুসন্ধান করে থাকে, তাহলে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। নির্দেশ বিচারপতির। আগামী ২১ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। যদি দেখা যায় যে এই আর্থিক দুর্নীতিতে প্রাথমিকভাবে SBI-এর কোন কর্মী যুক্ত রয়েছেন, তাহলে তো রাজ্যের কোন আপত্তি থাকার কথাই নয়। এমনই মন্তব্য বিচারপতির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 2:32 PM IST