বিশাখাপত্তনমে কলকাতার পড়ুয়ার রহস‍্য মৃত্যুর তদন্তে সিবিআই, বিচারের অপেক্ষায় মা-বাবা

Last Updated:

একটা ফোনেই নেতাজি নগরের আবাসনে এনে দিয়েছিল অন্ধকার। যে অন্ধকার আজও মেয়ের সুবিচারের আলো খুঁজছে। 

বিচারের আশায় বাবা-মা
বিচারের আশায় বাবা-মা
কলকাতা: স্বপ্নপূরণের আগেই স্বপ্ন ভেঙেছে। সুদূর অন্ধ্রপ্রদেশের হস্টেলে ১৭ বছরের মেয়ের এসে অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় নেতাজি নগরের বাবা মা। সুবিচারের আশায় গত দু’বছর ধরে চলছে আইনি লড়াই। আর এই লড়াইয়ের একটা ধাপ পার করেছেন দিন কয়েক আগে। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৭ বছরের কিশোরীর মৃত্যুর তদন্তভার পেয়েছে সিবিআই। আশ্বস্ত হলেও দোষীদের শাস্তির দাবিতে এখন চোখ ভিজছে দম্পতির।
কোভিডের চোখ রাঙানির মাঝেই দক্ষিণ কলকাতার ইংরেজি মাধ্যম স্কুল থেকে ভাল ফল করেছিল রীতি সাহা। ছোট থেকেই মেধাবী রিতির ইচ্ছা ডাক্তার হবে। ছোট মেয়ের স্বপ্নপূরণে সুদূর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একাদশ শ্রেণিতে ভর্তি করেছিল বাবা-মা। চলছিল ডাক্তারি ভর্তির প্রস্তুতিও।
সব ঠিকঠাকই চলছিল। ২০২৩ সালের ১৪ জুলাই রাত ১২টার আশেপাশে হঠাৎ ফোন আসে সুদূর বিশাখাপত্তনম থেকে। হস্টেল থেকে জানানো হয় চারতলা ছাদ থেকে পড়ে গেছে রীতি। ওই একটা ফোনেই নেতাজি নগরের ফ্ল‍্যাটে এনে দিয়েছিল অন্ধকার।
advertisement
advertisement
পরদিনই সেখানে পৌঁছে যান রিতির বাবা, মা-দিদি। তখনও হাসপাতালের মৃত‍্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৭ বছরের কিশোরী। তারপরেই মৃত‍্যু। আর এই মৃত‍্যু থেকেই মেয়ের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে শুরু লড়াই। আইনি লড়াই। খুব একটা মসৃণ ছিল না এই পথ। কলকাতা থেকে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম থেকে দিল্লি। অন্ধ্র পুলিশের হাতে হেনস্থা, মানসিক চাপ আর একদিকে মেয়ের মৃত্যুর কারণ জানতে অদম্য জেদ সাহা দম্পতির । অন্ধ্র হাইকোর্ট থেকে সুবিচার না মেলায় এবার সুপ্রিম কোর্ট। অবশেষে দীর্ঘ সময়ের আইনি লড়াই। গত শুক্রবার এই লড়াইয়ের প্রথম পর্ব শেষ করেছে এই দম্পতি।
advertisement
দেশের শীর্ষ আদালত ১৭ বছরের রীতির মৃত‍্যুর তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। একইসঙ্গে এই ধরনের ঘটনা রুখতে তৈরি করেছে গাইড লাইন। যাতে সাময়িক ভাবে আশ্বস্ত হয়েছে সাহা পরিবার। কিন্তু লড়াই এখনও বাকি বলেই দাবি করছেন রীতির বাবা সুখদেব সাহা ও মা নন্দিনী। সিবিআইয়ের উপর ভরসা রাখছেন তাঁরা। দম্পতির মনে তৈরি হওয়া মেয়ের মৃত‍্যুর কারণও তাঁরা জানতে পারবেন- এটাই আশা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিশাখাপত্তনমে কলকাতার পড়ুয়ার রহস‍্য মৃত্যুর তদন্তে সিবিআই, বিচারের অপেক্ষায় মা-বাবা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement