CBI: কেন্দ্রীয় বাহিনী নিয়ে জেলায়, ধর্ষণ-খুনের তদন্তে মারাত্মক অভিযোগ CBI-এর সামনে!
- Published by:Suman Biswas
Last Updated:
CBI: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণ ও মহিলাদের অত্যাচার তদন্তে এবার জেলায় জেলায় যাচ্ছে সিবিআই।
#কলকাতা : হাইকোর্টের নির্দেশের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসায় খুন ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় তদন্ত ভার হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছচ্ছে সিবিআই টিম | উত্তর ২৪ পরগনার জগদ্দলে চুয়াত্তর বছর বয়সী শোভা রাণী মণ্ডল ভোটের পর ছেলে ও বৌমাকে দুষ্কৃতীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন। পরে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ভোট পরবর্তী খুন, ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় সিবিআই তদন্ত ভার হাতে নেয় | রবিবার সিবিআই টিম গিয়েছে হাওড়া ও সোনারপুরে।
শনিবার জগদ্দলে শোভারানীর বাড়িতে পৌঁছায় সিবিআই আধিকারিকদের বিশাল টিম | সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিমও ঘটনাস্থলে যায় | যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে | মৃত শোভা রানীর বাড়ির পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে সিবিআই | ভিডিওগ্রাফিও করা হয়েছে। বয়ান রেকর্ড করার সময় যাতে কেউ কোন অশান্তি না ঘটায় তাই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম মোতায়েন ছিল |
advertisement
সিবিআই সূত্রে খবর, পুলিশের তদন্তে মোটেও তাঁরা খুশি নন | পরিবারের সদ্যস্যরা চান সঠিক ভাবে তদন্ত হোক | পুলিশ সূত্রে খবর, গত ২ মে রাতে দুষ্কৃতীরা চড়াও হয় শোভা রানীর বাড়িতে | তাঁর ছেলে কমল মণ্ডল বিজেপির বুথ সভাপতি ছিলেন | ভোটের ফলাফলের পর কমলের উপর চড়াও হয় দুষ্কৃতীরা | এরপর তাঁর স্ত্রীকেও বেধড়ক মারধর করে | ছেলে ও বৌমাকে বাঁচাতে ছুটে আসেন বৃদ্ধা মা শোভা রানী | রেয়াত করেনি দুষ্কৃতীরা | তাঁকেও মারধর করে দুষ্কৃতীরা | এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় | ৩ মে তাঁর মৃত্যু হয় | সেই ঘটনায় জগদ্দল থানায় একটি অভিযোগ হয় | ছয় জন গ্রেপ্তার হয় | কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার | কারণ পরিবারের অভিযোগ, সঠিক ভাবে তদন্ত করেনি স্থানীয় থানা | হাই কোর্টের নির্দেশে পরেই সিবিআই ভোট পরবর্তী হিংসা ( খুন, ধর্ষণের মামলা ) তদন্ত ভার হাতে নেয় | এরপর এই মামলায় ইতিমধ্যে সিবিআই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে | তবে শুধু উত্তর ২৪ পরগনা নয়, এদিন সিবিআই টিম দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া সহ একাধিক জেলায় নিগৃহীতাদের বাড়িতে সিবিআই টিম যায় | তাঁদের বয়ান রেকর্ড করে গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়েছে |
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 29, 2021 12:44 PM IST










