Home /News /kolkata /

সারদা মামলায় নথি লুকিয়েছেন রাজীব কুমার, এমনই দাবি সিবিআইয়ের

সারদা মামলায় নথি লুকিয়েছেন রাজীব কুমার, এমনই দাবি সিবিআইয়ের

আলিপুর এসিজেএমে রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করতে পারে সিবিআই৷ বারাসত থেকে আলিপুরে আনা হচ্ছে সারদা মামলার নথি ৷

 • Share this:

  #কলকাতা: রাজীব কুমারকে নিয়ে ভোলবদল সিবিআইয়ের৷ সাক্ষী নয়, ‘অভিযুক্ত’ রাজীব কুমার৷ ‘নথি লুকিয়েছেন প্রাক্তন নগরপাল’, এমনই দাবি গোয়েন্দা সংস্থার ৷ হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রাজীবকে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন৷

  আলিপুর এসিজেএমে রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করতে পারে সিবিআই৷ বারাসত থেকে আলিপুরে আনা হচ্ছে সারদা মামলার নথি ৷

  অন্যদিকে গ্রেফতারি রুখতে মরিয়া রাজীব কুমার। আজও আগাম জামিনের চেষ্টা প্রাক্তন পুলিশ কমিশনারের। আলিপুর জেলা আদালতে আবেদনের সম্ভাবনা।

  First published:

  Tags: CBI, Rajeev Kumar

  পরবর্তী খবর