Home /News /kolkata /
SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই, জালে দুই প্রাক্তন কর্তা

SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই, জালে দুই প্রাক্তন কর্তা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি৷

  • Share this:

#কলকাতা:  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রথম গ্রেফতার করল সিবিআই৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে এ দিন গ্রেফতার করেছে সিবিআই৷

এ দিন সকাল থেকেই দু' জনকে জেরা করে সিবিআই৷ এর আগেও তাঁদের একাধিকবার জেরা করেছিল সিবিআই৷ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়৷ কিন্তু জেরায় দু' জনই তথ্য গোপন করছিলেন বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ পাশাপাশি ভুল তথ্য দিয়ে তাঁরা সিবিআই কর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ৷

আরও পড়ুন: মেয়াদ পূর্ণ করতে পারবে না তৃণমূল সরকার! শুভেন্দুর সুরেই হুঙ্কার সুকান্তর

ইডি-র পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই-ও৷ ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি৷ পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করারও প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই৷

সূত্রের খবর, এসএসসি-র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই উপদেষ্টা কমিটিকে কারা নিয়ন্ত্রণ করত, বেআইনি ভাবে চাকরি কাদের নির্দেশে দেওয়া হত, এস পি সিনহা এবং অশোক সাহার থেকে তা জানতে চেয়েছিলেন সিবিআই কর্তারা৷ যদিও, এই সমস্ত প্রশ্নের উত্তরই অভিযুক্ত দু' জন এড়িয়ে গিয়েছেন বলে খবর৷ এর পরেই তাঁদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CBI, Partha Chatterjee, SSC

পরবর্তী খবর