SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই, জালে দুই প্রাক্তন কর্তা

Last Updated:

ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা:  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রথম গ্রেফতার করল সিবিআই৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে এ দিন গ্রেফতার করেছে সিবিআই৷
এ দিন সকাল থেকেই দু' জনকে জেরা করে সিবিআই৷ এর আগেও তাঁদের একাধিকবার জেরা করেছিল সিবিআই৷ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়৷ কিন্তু জেরায় দু' জনই তথ্য গোপন করছিলেন বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ পাশাপাশি ভুল তথ্য দিয়ে তাঁরা সিবিআই কর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ৷
advertisement
advertisement
ইডি-র পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই-ও৷ ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি৷ পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করারও প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই৷
সূত্রের খবর, এসএসসি-র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই উপদেষ্টা কমিটিকে কারা নিয়ন্ত্রণ করত, বেআইনি ভাবে চাকরি কাদের নির্দেশে দেওয়া হত, এস পি সিনহা এবং অশোক সাহার থেকে তা জানতে চেয়েছিলেন সিবিআই কর্তারা৷ যদিও, এই সমস্ত প্রশ্নের উত্তরই অভিযুক্ত দু' জন এড়িয়ে গিয়েছেন বলে খবর৷ এর পরেই তাঁদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই, জালে দুই প্রাক্তন কর্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement