Cancer Treatment: আর খরচের আতঙ্ক নয়! এবার আরও তিন সরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসার সুবিধা

Last Updated:

ক্যানসার মানেই আতঙ্ক! শুরুতেই ধরা না পড়লে ক্যানসারকে হারানো কঠিন। এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে এবার পরিকাঠামোয় জোর। রাজ্যের তিন সরকারি হাসপাতালে তৈরি হচ্ছে টার্শিয়ারি ক্যানসার সেন্টার।

কলকাতা: অনেকেই মনে করেন, 'ক্যানসার হ্যাজ নো আনসার'। সেই ক্যানসারের মোকাবিলায় এবার নতুন পদক্ষেপ। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে বাংলার তিন সরকারি হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে  বলে সূত্রের খবর। ক্যানসার রোগীদের চিকিৎসায় তৈরি হচ্ছে অত্যাধুনিক টার্শিয়ারি ক্যানসার সেন্টার।
ক্যানসার মানেই আতঙ্ক! শুরুতেই ধরা না পড়লে ক্যানসারকে হারানো কঠিন। এমনটাই মনে করেন অনেকে। কিন্তু, ঠিক সময়ে চিকিৎসা শুরু করলে ক্যানসার নিরাময় হয়েছে, এমন নজিরও কম নেই।
এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে এবার পরিকাঠামোয় জোর দিল সরকার। রাজ্যের তিন সরকারি হাসপাতালে তৈরি হচ্ছে টার্শিয়ারি ক্যানসার সেন্টার। নিউটাউনে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যানসার হাসপাতালের একটি অনুষ্ঠানে নিউজ এইট্টিন বাংলার মুখোমুখি হয়ে এমনটাই জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
advertisement
advertisement
আরও পড়ুন: সোনাঝুরির চায়ের দোকানে হঠাৎ মমতা! নিজেই বানালেন চা, উঁকি দিয়ে দেখলেন 'গরিবের ঘরদোর'
কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল--- এই তিন হাসপাতালে ক্যানসার চিকিৎসার পরিষেবা ঢেলে সাজানো হচ্ছে। টার্শিয়ারি ক্যানসার সেন্টারের ভবন তৈরির কাজ শেষ হয়েছে। এবার ক্যানসার চিকিৎসার জন্য অত্যাধুনিক যন্ত্র বসানো হবে।
advertisement
আরও পড়ুন: বিজেপি-কে বেকায়দায় ফেলতে মমতার মোক্ষম চাল! বিধানসভায় পেশ হতে চলেছে 'বড়' প্রস্তাব
কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে এই পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যসচিব। তেইশের দুর্গাপুজোর পর থেকে এই তিন টার্শিয়ারি ক্যানসার সেন্টারে পরিষেবা চালু করা যাবে বলে আশা স্বাস্থ্য দফতরের। উত্তরবঙ্গের জন্যও ক্যানসার হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের। সব মিলিয়ে ক্যানসার চিকিৎসা পরিকাঠামোয় জোর দেওয়ার উদ্যোগে আগামী দিনে অনেকেই উপকৃত হবেন বলে মত চিকিৎসকদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cancer Treatment: আর খরচের আতঙ্ক নয়! এবার আরও তিন সরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসার সুবিধা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement