Calcutta Medical College: 'এগিয়ে বাংলা'ই, এবার পূর্ব ভারতের সেরা হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ! স্বীকৃতি এল কেন্দ্রের থেকে

Last Updated:

পূর্ব ভারতে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) এর পক্ষ থেকে এই শিরোপা দেওয়া হল।

পূর্ব ভারতে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। প্রতীকী ছবি
পূর্ব ভারতে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। প্রতীকী ছবি
কলকাতা: পূর্ব ভারতে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) এর পক্ষ থেকে এই শিরোপা দেওয়া হল। গবেষণার নিরিখে রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকার অনুদানের কথাও জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা।
মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, গত বছর গবেষণার কাজের জন্য মূলত আইসিএমআর স্বীকৃতি দিয়েছে এই হাসপাতালকে। গত বছর মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেগুলি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কতজন চিকিৎসক অংশগ্রহণ করেছেন- এই কয়েকটি বিষয়ের উপরেই বিবেচনা করা হয়েছে। এই কয়েকটি বিষয়ের উপরেই বিবেচনা করে মূলত এই সেরার শিরোপা দেওয়া হয়েছে। সারা ভারতের বিভিন্ন মেডিক্যাল কলেজের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের প্রাপ্ত নম্বর ৭০% যা গোটা পূর্ব ভারতেই সর্বোচ্চ।
advertisement
advertisement
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গবেষণায় ভাল ফলের জন্য কেন্দ্রীয় সংস্থা মেডিক্যাল কলেজকে ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও গবেষণার কাজের জন্য মোট ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই গবেষণা মূলত মেডিক্যাল এবং আইসিএমআর যৌথভাবে করবে।
advertisement
কলকাতা মেডিক্যালের সুপার অঞ্জন অধিকারী জানান, “ভাল গবেষণা করেছি, তাই এই স্বীকৃতি মিলেছে। আগামী দিনে আরও ভাল করে কাজ করতে হবে আমাদের।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta Medical College: 'এগিয়ে বাংলা'ই, এবার পূর্ব ভারতের সেরা হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ! স্বীকৃতি এল কেন্দ্রের থেকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement