Calcutta Medical College: 'এগিয়ে বাংলা'ই, এবার পূর্ব ভারতের সেরা হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ! স্বীকৃতি এল কেন্দ্রের থেকে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পূর্ব ভারতে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) এর পক্ষ থেকে এই শিরোপা দেওয়া হল।
কলকাতা: পূর্ব ভারতে সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) এর পক্ষ থেকে এই শিরোপা দেওয়া হল। গবেষণার নিরিখে রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকার অনুদানের কথাও জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা।
মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, গত বছর গবেষণার কাজের জন্য মূলত আইসিএমআর স্বীকৃতি দিয়েছে এই হাসপাতালকে। গত বছর মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেগুলি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কতজন চিকিৎসক অংশগ্রহণ করেছেন- এই কয়েকটি বিষয়ের উপরেই বিবেচনা করা হয়েছে। এই কয়েকটি বিষয়ের উপরেই বিবেচনা করে মূলত এই সেরার শিরোপা দেওয়া হয়েছে। সারা ভারতের বিভিন্ন মেডিক্যাল কলেজের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের প্রাপ্ত নম্বর ৭০% যা গোটা পূর্ব ভারতেই সর্বোচ্চ।
advertisement
advertisement
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গবেষণায় ভাল ফলের জন্য কেন্দ্রীয় সংস্থা মেডিক্যাল কলেজকে ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও গবেষণার কাজের জন্য মোট ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই গবেষণা মূলত মেডিক্যাল এবং আইসিএমআর যৌথভাবে করবে।
advertisement
কলকাতা মেডিক্যালের সুপার অঞ্জন অধিকারী জানান, “ভাল গবেষণা করেছি, তাই এই স্বীকৃতি মিলেছে। আগামী দিনে আরও ভাল করে কাজ করতে হবে আমাদের।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 6:48 PM IST