Rare surgery in Kolkata: লোক সমাজে যাওয়াই দায়, লজ্জায় মুখ ঢাকতেন মহিলা! শেষে মুক্তি দিল মেডিক্যাল কলেজ
- Published by:Debamoy Ghosh
- Reported by:Onkar Sarkar
Last Updated:
স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক স্বপন জানার তত্ত্বাবধানে হয় জটিল অস্ত্রোপচার।
কলকাতা: বয়স প্রায় ৪৬, তাতেও বিরাম নেই। যখন-তখন প্রস্রাবের জেরে নাজেহাল ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা এক মহিলা। এই সমস্যার জেরে তিনি ভুগতে শুরু করেছিলেন সামাজিক হীন্যমন্যতায়। তবে অন্য কোথাও গিয়ে মন ভাল করে আসবেন, তাও সম্ভব নয়। শেষ পর্যন্ত সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের দ্বারস্থ হন তিনি৷
মেডিক্যাল কলেজে তড়িঘড়ি তাঁর সিস্টোস্কোপি করা হয়। দেখা যায় এমন অস্বাভাবিক ঘটনার নেপথ্যে ফিসচুলা। চিকিৎসক প্রিয়াঙ্কা স্যানাল জানিয়েছেন, প্রস্রাবের পথ এবং যোনির মাঝখানে হয়েছিল ফিসচুলা। ফিসচুলার অর্থ দু’দিক খোলা নালি। তার ফলেই প্রস্রাব সরাসরি ফিসচুলা দিয়ে চলে আসছিল মহিলার যোনিতে।
advertisement
advertisement
পরীক্ষা নিরীক্ষার পর মহিলার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক তারাশঙ্কর বাগ। তাঁর নেতৃত্বে ইউরোলজি সংক্রান্ত এই সমস্যা থেকে ওই মহিলাকে মুক্তি দিলেন স্ত্রীরোগ বিভাগের এক ঝাঁক চিকিৎসক। অস্ত্রোপচারে তাঁকে সাহায্য করেছেন স্ত্রীরোগ বিভাগের সার্জন শ্যামলী দত্ত, পলাশ মজুমদার এবং প্রিয়াঙ্কা সান্যাল।
advertisement
সে সমস্যা থেকে মুক্তি পেতে তিনি আসেন কলকাতা মেডিক্যাল কলেজে। হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের অধ্যাপক ডা. তারাশঙ্কর বাগ জানিয়েছেন, ঘটনাটা অত্যন্ত অস্বাভাবিক। এমন ঘটনা চলতে থাকলে হীনমন্যতা আসা স্বাভাবিক। অবসাদ গ্রাস করেছিল ওই মহিলাকেও।
স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক স্বপন জানার তত্ত্বাবধানে হয় জটিল অস্ত্রোপচার। চিকিৎসা পরিভাষায় এই অস্ত্রোপচারের নাম ইউরেটর রিইমপ্ল্যান্টেশন। অর্থাৎ মুত্রনালির পুনর্গঠন। টানা দেড় ঘণ্টার অস্ত্রোপচার শেষে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ওই মহিলা। মুক্তি পেয়েছেন সামাজিক বিড়ম্বনা থেকেও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 5:21 PM IST