পঞ্চায়েত ভোট নিয়ে ৯ জানুয়ারি পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি নয়, নির্দেশ হাইকোর্টের
- Published by:Suvam Mukherjee
- Written by:ARNAB HAZRA
Last Updated:
৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারিতে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে আদালত।
#কলকাতা: আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবেন না রাজ্য নির্বাচন কমিশন। এদিন এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারিতে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে আদালত।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি জনস্বার্থ মামলাতে এদিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে একটি মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের মামলাতে দুটি প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি। ২০১৩ সালে রাজ্যে পঞ্চায়েত ভোট সম্পূর্ণ হয়েছিল কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে এবং ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী ছাড়া। নিজের দায়ের করা মামলাতে শুভেন্দু অভিযোগ তোলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরিপেক্ষিতে আগামী বছরের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।
advertisement
যদিও শুভেন্দু অধিকারীর সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার ছিল এই মামলার পরবর্তী শুনানি। কিন্তু সেই তারিখ পিছিয়ে হয় বৃহস্পতিবার। এদিন শুনানির পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।
advertisement
আরও পড়ুন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
advertisement
আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা চেয়েছে আদালত। পঞ্চায়েত নির্বাচনে ব্যাকওয়ার্ড ক্লাস সংরক্ষণ নিয়ে একটি হলফনামা তলব করেছে আদালত।
এই মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। ওই দিন কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে কী নির্দেশ দেয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 5:30 PM IST