Panchayat election 2023: ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট! ফের ধাক্কা কমিশনের, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

গতকালই রাজ্য নির্বাচন কমিশন ভোটের জন্য মাত্র ২২ কোম্পানি চেয়ে পাঠায়৷ জেলা পিছু এক কোম্পানি বা একশোরও কম জওয়ান চাওয়া হয়৷

কলকাতা: ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে৷ রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য ৮৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে৷
চব্বিশ ঘণ্টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ পাশাপাশি, এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ প্রধান বিচারপতি মামলার রায় দিতে গিয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশন যদি আদালতের নির্দেশ কার্যকর করতে না পারেন তাহলে তিনি যেন পদ ছেড়ে দেন৷ তাঁর জায়গায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল৷
advertisement
advertisement
প্রসঙ্গত, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আবেদন৷ এর  পর গতকালই রাজ্য নির্বাচন কমিশন ভোটের জন্য মাত্র ২২ কোম্পানি চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে ৷ জেলা পিছু এক কোম্পানি বা একশোরও কম জওয়ান চাওয়া হয়৷ যদিও এত কম বাহিনী দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন  সম্ভব নয় বলে দাবি করে ফের এ দিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement
সেই আবেদনের ভিত্তিতেই এ দিন রাজ্য নির্বাচন কমিশনকে বড়সড় ধাক্কা দিয়ে ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷
প্রসঙ্গত, ২০১৩ সালে পাঁচ দফায় পঞ্চায়েত ভোটের জন্য ৮৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মীরা পাণ্ডে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট! ফের ধাক্কা কমিশনের, নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement