Calcutta High Court: 'সবাইকে হেফাজতে নেওয়া উচিত', বিচারপতির প্রবল তাচ্ছিল্য! হাইকোর্টে শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে, মন্তব্য বিচারপতির।
কলকাতা: কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। তাচ্ছিল্য করে এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। এই তো রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা! মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।
ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হল, তারপর ফের তাকে নীচে এসে ফের পেটানো হল। এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না! বিস্ময় প্রকাশ বিচারপতির। ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির।
advertisement
advertisement
অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে, মন্তব্য বিচারপতির। CBI তদন্ত হওয়া উচিত এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। এমনও মন্তব্য করেন বিচারপতি। কোন সাফাই দেবেন না। আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরার নির্দেশ দেব। রাজ্যের আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।
advertisement
গত বছরের জুন মাসের বাড়ি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। ভাড়াটে সহ অন্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ। অভিযোগ, পুলিশ সরাসরি খুনের ধারা যুক্ত না করে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জামিন চাইতে আদালতে আসে এক অভিযুক্ত।
advertisement
রাজ্যের দাবি, তারা খুনের ধারা যুক্ত করার আবেদন নিম্ন আদালতে জানাতে চলেছেন। গতকালই ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বসাক। সেই মোতাবেক আজ হাজির ছিলেন দুই পুলিশ আধিকারিক। অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি পিছোল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 12:43 PM IST