Calcutta High Court: এজি-র মোড় ঘুরিয়ে দেওয়া প্রস্তাব, শুভেন্দু'দের বিষয় বিধানসভায় মেটানোর পরামর্শ হাই কোর্টের!
- Published by:Suman Biswas
Last Updated:
Calcutta High Court: এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ''সকলকে বলব আসুন মামলাটি বন্ধ করে দিই। বিধানসভার ব্যাপার তাদের উপরই ছেড়ে দেওয়া হোক।''
#কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উদ্দেশ্য করা মন্তব্য মামলার ক্লাইমাক্স চুড়োয় পৌঁছে দেয়। বিচারপতি মান্থা বলেন," স্পিকারকে বলতে পারি না কীভাবে বিধানসভা চালাবেন? স্পিকারও আমায় বলতে পারে না কীভাবে আমি কোর্ট চালাব?" তবে কি কোনও সংঘাতের পরিস্থিতি ৬ বিজেপি বিধায়কের বরখাস্ত মামলায়! অবশ্য বিচক্ষণ রাজ্যের এজি মোড় ঘুরিয়ে দেন অন্য একটি প্রস্তাব এজলাসে রেখে।
এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ''সকলকে বলব আসুন মামলাটি বন্ধ করে দিই। বিধানসভার ব্যাপার তাদের উপরই ছেড়ে দেওয়া হোক।''এরপরই বিজেপি বিধায়কদের বরখাস্ত বিতর্ক মেটার নতুন রাস্তা সামনে আসে।সোমবার বিধানসভায় বরখাস্ত বিধায়কদের মোশন এর মাধ্যমে বিধানসভায় আবেদন জানানোর পরামর্শ বিচারপতি রাজাশেখর মান্থার।
advertisement
advertisement
পাশাপাশি রাজ্যের এ্যাডভোকেট জেনারেল কে বিচারপতির সুপারিশ, আপনাদের তরফ থেকে যাতে বিষয়টি মীমাংসা করা যায় সে বিষয়ে আপনারা চেষ্টা করুন।বিচারপতি বলেন, দুপক্ষের মধ্যে মীমাংসা হলে সমস্যার সমাধান সম্ভব। বিচারপতির সঙ্গে এই নিয়ে একমত রাজ্যের এডভোকেট জেনারেল।আগামী সোমবার ৬ জন বরখাস্ত বিধায়করা বিধানসভায় মোশন এর মাধ্যমে আর্জি জানাবেন তাঁদের বরখাস্তের বিষয়টা মুকুব করা জন্য । বিধানসভার অধ্যক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন তার ওপরেই নির্ভর করছে পরবর্তী আদালতের পদক্ষেপ।সোমবার কোন মীমাংসা বিধানসভায় না হলে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে।
advertisement
হাইকোর্টে শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়ক স্পিকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করেন।বিধানসভা স্পিকারের বরখাস্তের সিদ্ধান্ত বাতিল চেয়ে মামলা হয়।বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে মামলা চলে৷ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, সুদীপ মুখার্জি, দীপক বর্মন এবং নরহরি মাহাতো৬ বিধায়ক একযোগে হাইকোর্টে মামলা করেন।বিধানসভা গণ্ডগোলে ৬ বিধায়ককে বরখাস্ত করে স্পিকার। বরখাস্তের নোটিশ খারিজ চেয়ে মামলা দায়ের হয়। সেই মামলাতেই বিধানসভার প্রাক্রিয়া অনুযায়ী ৬ বিজেপি বিধায়কের বরখাস্তের বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ বিচারপতি রাজাশেখর মান্থা'র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2022 7:09 PM IST