Calcutta High Court: নজিরবিহীন ঘটনা, নিয়ম ভেঙে হাইকোর্টের রোষানলে ২১ আইনজীবী! জারি হল রুল

Last Updated:

Calcutta High Court: বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রশিদি'র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি।

কী ঘটল হাইকোর্টে?
কী ঘটল হাইকোর্টে?
কলকাতা: নিয়ম ভেঙে কোপে খোদ কালো কোর্টের ২১ জন উকিল। সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা। হাইকোর্টের রোষানলে আইন ভাঙা বসিরহাটের ২১ আইনজীবী। বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার ঘটনায় একজন সরকারি আইনজীবী সহ মোট ২১ জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রশিদি’র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি। ফলত পকসো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচারপ্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট।
advertisement
advertisement
বসিরহাট আদালতে অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা করা হয়। তারই প্রেক্ষিতে জেলা বিচারকের মাধ্যমে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান ওই অতিরিক্ত জেলা বিচারক। ঘটনাটি নিয়ে মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। ঘটনার ভিডিওগ্রাফি দেখে আদালত এক সরকারি আইনজীবী সহ ২১ জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারির সিদ্ধান্ত গ্রহণ করে।
advertisement
আদালতের নির্দেশ ফৌজদারি ধারায় রুল জারি হওয়া আইনজীবীদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে শুনানির মাধ্যমে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি অতিরিক্ত জেলা বিচারক হেনস্থার অভিযোগ নিয়ে চিঠি লেখেন জেলা বিচারকের কাছে। সেই চিঠি জেলা বিচারক কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়ে দেন। হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করে সেই আর্জি জানিয়েছিলেন জেলা বিচারক। তারপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি করার নির্দেশ দিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: নজিরবিহীন ঘটনা, নিয়ম ভেঙে হাইকোর্টের রোষানলে ২১ আইনজীবী! জারি হল রুল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement