Sheikh Hasina News: সকলে চেনেন হাসিনাকেই, কিন্তু শেখ হাসিনার স্বামী আসলে কে ছিল জানেন? 'গোপন' কাজে ছিলেন ভারতে! পরিচয় শুনে চমকে উঠবেন কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina News: পীরগঞ্জের রংপুরের বাসিন্দা ছিলেন মহম্মদ আব্দুল ওয়াজেদ মিঞা। রংপুর থেকে ম্যাট্রিক পাশ করার পর রাজশাহী কলেজে পড়াশোনা করেন তিনি। তাঁর বড় দিদির ছেলে আব্দুল কোয়াম সরকার ছিলেন পদার্থবিদ।
advertisement
advertisement
advertisement
advertisement
কর্মজীবন শুরু হয় পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের কর্মী হিসেবে। করাচির গবেষণাগারে কাজ করতেন তিনি। পরবর্তীতে ইতালির ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সে যোগ দেন তিনি। তবে সেই বছরেই ঘরে ফিরে আসেন। করাচি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের চিফ সায়েন্টিস্ট ছিলেন ওয়াজেদ মিঞা। কিন্তু নিরাপত্তার জন্য দীর্ঘদিন বাংলাদেশে ফিরতে পারেননি তিনি।
advertisement
advertisement
সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ভারতে তাঁদের আশ্রয় দেওয়ার কথা বলেন। সপরিবারে হাসিনা চলে আসেন দিল্লিতে। দুই সন্তান, স্বামী ও বোনকে নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লিতে ছিলেন তিনি। সেই সময় ভারতে চাকরিও করতেন ওয়াজেদ মিঞা। দিল্লিতে অ্যাটমিক এনার্জি কমিশন অব ইন্ডিয়ায় গবেষণার কাজ করতেন তিনি। প্রায় ১৯৭৫ থেকে ১৯৮২ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। পরে বাংলাদেশে ফেরার পর বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে যোগ দেন। ১৯৯৯ সালে সেখানকার চেয়ারম্যান থাকাকালীন অবসর নেন ওয়াজেদ মিঞা।
advertisement
পদার্থবিদ্যার ওপর তাঁর লেখা একাধিক বই আছে। তবে রাজনীতিতেও ছিল তাঁর আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ছাত্র রাজনীতিতে পা রাখেন তিনি। শিক্ষার জন্য আন্দোলনে নেমে গ্রেফতারও হয়েছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় ছাড়ার পর আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না কোনওদিনই। দীর্ঘ অসুস্থতার পর ২০০৯ সালে মৃত্যু হয় তাঁর।