Calcutta High Court: র্যাগিং নয়! তাহলে সাগর দত্তে ঘটেছিল ঠিক কী? বড় রায় কলকাতা হাইকোর্টের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: সোমবার আদালতে সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫ ই সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে যে গন্ডগোল হয়েছিল সেটা র্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়। শিক্ষক দিবস পালনকে কেন্দ্র করে দু'দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
কলকাতা: শিক্ষক দিবস পালনকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর মাসেই উত্তাল হয়ে উঠেছিল সাগর দত্ত হাসপাতাল। আর জি কর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই সাগর দত্ত মেডিক্যাল কলেজের গণ্ডগোলকে কেন্দ্র করে উঠে আসে থ্রেট কালচার, র্যাগিংয়ের অভিযোগ। এবার আদালতে হাসপাতাল কর্তৃপক্ষ জানাল ৫ ই সেপ্টেম্বরের ঘটনা র্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়।
সোমবার আদালতে সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫ ই সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে যে গন্ডগোল হয়েছিল সেটা র্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়। শিক্ষক দিবস পালনকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে, বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, ‘‘এখানে যে অভিযোগ রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা গেট ভাঙার চেষ্টা করছেন যার ফলে সিনিয়ররা আহত হতে পারতেন। সেক্ষেত্রে এখানে অপরাধমূলক মামলা হতে পারে, তবে এটা সম্ভবত র্যাগিং না।’’ আগামী বুধবার পরবর্তী শুনানি হবে এই মামলার।
advertisement
প্রসঙ্গত, ৫ ই সেপ্টেম্বরের গণ্ডগোলের ঘটনায় ১১ জন পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতেই এই মামলা।সাসপেন্ড হওয়া ওই ১১ পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দিলেও ক্লাস করার বা কলেজে প্রবেশ করার অনুমতি দেয়নি আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 9:08 PM IST