Calcutta High Court | ভুয়ো শিক্ষক ধরতে বড় পদক্ষেপ রাজ্যের, তথ্য যাচাইয়ের নির্দেশ বিচারপতির!
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বর্তমানে কোথায় কাজ করছেন সেটা উল্লেখ থাকছে তালিকায়। বেতন পাওয়া শিক্ষকদের 'স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম ' সঙ্গে নতুন তৈরি করা ডেটাবেসের তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
ভুয়ো শিক্ষক ধরতে সক্রিয় রাজ্যের শিক্ষা দফতর। জেলা ভিত্তিক সেন্ট্রাল ডেটাবেস তৈরি করা হয়ছে। জেলা অনুযায়ী শিক্ষকদের নাম তাদের সুপারিশ এবং নিয়োগের মেমো নম্বর সহ তালিকা তৈরি প্রস্তুত করা হয়ছে। বর্তমানে কোথায় কাজ করছেন সেটা উল্লেখ থাকছে তালিকায়। বেতন পাওয়া শিক্ষকদের ‘স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম ‘ সঙ্গে নতুন তৈরি করা ডেটাবেসের তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
২০১৬ সালের পর যারা সরকারি স্কুলে শিক্ষকতা করছেন, বেতন পাচ্ছেন তাদের বিষয়ে চলছে বিস্তারিত খোঁজ। অন্যের সুপারিশের মেমো নাম্বার কারচুপি করে কাজ করছেন এহেন অভিযোগের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের নির্দেশ দেয় হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু। গোথা এ আর স্কুলে নিয়োগ জালিয়াতির ঘটনার প্রেক্ষিতে নির্দেশ দেয় হাইকোর্ট। তার প্রেক্ষিতেই পদক্ষেপ রাজ্যের৷
সম্প্রতি হাওড়ার একটি মামলার প্রেক্ষিতে দেখা যায় যে একটি বিদ্যালয়ে ১৩ জন পড়ুয়ার জন্য ৫ জন শিক্ষক রয়েছেন। অন্য দিকে ওপর একটি স্কুলে প্রায় ৫৫০ পড়ুয়া আছে, কিন্তু বাংলার শিক্ষক নেই, ২০১৬ সাল থেকে অঙ্কের শিক্ষক নেই। তার পরেই বিদ্যালয়ের অনুমোদন প্রত্যাহারের জন্য শিক্ষা দফতরকে পরামর্শ দেন বিচারপতি বসু।
advertisement
advertisement
অন্যের নিয়োগপত্র নকল করে গত তিন বছর ধরে মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুলে শিক্ষকতা করছিলেন প্রধান শিক্ষক আশিস তেওয়ারির পুত্র অনিমেষ তেওয়ারি। এই ভুয়ো শিক্ষক কাণ্ডের তদন্তে এর আগে বহরমপুরের শিক্ষাভবনে হানা দেয় সিআইডি। এবার গোঠা এ আর হাইস্কুলে এল সিআইডি-র ৬জনের প্রতিনিধির দল। শুধু অনিমেষ তেওয়ারি নয়, অনিমেষ তেওয়ারির মতো আরও অনেক ভুয়ো শিক্ষক রয়েছে বলেই মনে করছেন সিআইডি আধিকারিকরা। এদিন স্কুলের সমস্ত শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকেরা। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। জানা গিয়েছে, যে সব শিক্ষক স্কুল থেকে বদলি নিয়ে চলে গিয়েছেন তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 8:21 PM IST








